আলেকজান্ডার বন্দ্যোপাধ্যায়
২৫ জুন, ২০১৭ ০৪:০৬:০২
নবারুণ ভট্টাচার্যকে নিয়ে একটি তথ্যচিত্র

২৩ শে জুন ছিল কবি ও কথাসাহিত্যিক নবারুণ ভট্টাচার্য-র জন্মদিন। ২০১৪ সালে নবারুণ ভট্টাচার্যের মৃত্যুর পর তাঁকে নিয়ে তথ্যচিত্র তৈরি করেন আলেকজান্ডার বন্দ্যোপাধ্যায়। দোসরা সেপ্টেম্বর দু-হাজার চোদ্দো তারিখে আড়িয়াদহের কামারহাটি নজরুল মঞ্চে সন্ধ্যে ৬-৪৫ নাগাদ নবারুণদার যে স্মরণসভা অনুষ্ঠিত হয় সেখানে এই ভিডিও-টি প্রথম দেখানো হয় | নবারুণদার গ্রন্থপঞ্জি নিয়ে এটি একটি ভিডিও ডকুমেন্ট এবং সেই অবসরে একটু ছুঁতে –চাওয়া।