No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    ‘ওকিয়াগাড়ি’-র দাইচি দত্ত – শমীক রায়চৌধুরীর নতুন তুরুপের তাস

    ‘ওকিয়াগাড়ি’-র দাইচি দত্ত – শমীক রায়চৌধুরীর নতুন তুরুপের তাস

    Story image

    এই সমাজে মহিলাদের প্রতি অত্যাচারের পরিসংখ্যান নেহাত কম নয়। প্রতিদিন দেশ জুড়ে মহিলাদের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চলছে। এই পুরুষতান্ত্রিক সমাজে মানুষ তার লিঙ্গ নির্বিশেষে এই অত্যাচারটা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি এটাও ঠিক পুরুষদের প্রতি অত্যাচারের সংখ্যাটাও কম নয়। নারী নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন শিল্পধারায় কাজ হচ্ছে। কিন্তু পুরুষের উপর নির্যাতন নিয়ে খুব একটা কাজ দেখা যায় না। তরুণ চলচ্চিত্র পরিচালক শমীক রায়চৌধুরীর ছোটোছবি ‘ওকিয়াগাড়ি’ এই দিকটাই তুলে ধরতে চেয়েছে।

    শমীক একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা। বেশ কয়েক বছর ধরেই নিজের মতো করে বেশ কিছু ছবি পরিচালনা করেছেন, পাশাপাশি অভিনয়ও করেছেন। শমীকের প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘ডি-মেজর’-এর প্রিমিয়ার হয়েছিল ২০১৬ সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বেঙ্গলি প্যানোরমা বিভাগে। যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল সেই ছবি।

    পরিচালক শমীক রায়চৌধুরী

    কথা প্রসঙ্গে শমীক জানান, “২০১৯ সালে শুটিংয়ের কাজ শেষ হয় ‘ওকিয়াগাড়ি’র। এই প্রথম কলকাতা চলচ্চিত্র উৎসবে তার স্ক্রিনিং হচ্ছে। আমরা বলি পুরুষতান্ত্রিক সমাজ। সেই সমাজে পুরুষরা মহিলাদের প্রতি অত্যাচার করে। পাশাপাশি পুরুষের উপর যে নির্যাতনগুলো ঘটে, তা নিয়ে খুব একটা কথা বলতে শোনা যায় না। লিঙ্গ নির্বিশেষে দিনের শেষে সমস্ত অত্যাচারই তো আসলে অত্যাচার। আমি সেটাই বলতে চেয়েছি। ওকিয়াগাড়ি জাপানের একটি বিশেষ পুতুল। পুতুলটিকে আঘাত করলে সে নিজেই উঠে পড়ে। পুতুলটির সঙ্গে একটি পুরুষ চরিত্রের মিল রাখা হয়েছে। যা সম্পূর্ণ প্রতীকী।”

    অভিনেতা মীর-কে দৃশ্য বোঝাচ্ছেন শমীক

    থ্রিলার ধর্মী এই ২১ মিনিটের ছবিতে আইনজীবী দাইচি দত্তের চরিত্রে অভিনয় করেছেন মীর আফসার আলি। তাঁকে ঘিরেই ঘটনা এগিয়েছে। এছাড়াও রয়েছেন দেবলীনা কুমার। ছবিতে আবহ সংগীত করেছেন রূপম ইসলাম। এই ছবির পরতে পরতে রয়েছে বাংলার সঙ্গে জাপানের সাদৃশ্য। 


    সিনেমার অফিশিয়াল পোস্টার

    চিত্রগ্রহণের দায়িত্বে প্রসেনজিৎ কোলে, শিল্প নির্দেশনা তপন শেঠের। একটি সংগীত নির্মাণ করেছেন চয়ন চক্রবর্তী। গতকাল অর্থাৎ ১৩ জানুয়ারি চলচ্চিত্র শতবর্ষ ভবনে প্রদর্শিত হল শমীক রায়চৌধুরীর ‘ওকিয়াগাড়ি’। পরবর্তী প্রদর্শনী ১৫ জানুয়ারি নন্দন ৩-এ। সিনেপ্রেমীরা বলছেন, দাইচি দত্ত এই উৎসবের অন্যতম প্রাপ্তি।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @