বঙ্গদর্শন ইনফরমেশন ডেস্ক
৬ নভেম্বর, ২০২১ ০৯:৪০:৫০
শনিবারের কড়চা ১২ — ঋত্বিক ঘটকের সিনেমার ‘দেশ’, রইল চারটি লেখা

প্রেমের কথা বলতে গিয়ে ঋত্বিক লিখেছেন, “আমি কোনো সময়েই একটা সাধারণ পুতু-পুতু মার্কা গল্প বলি না- যে একটি ছেলে একটি মেয়ে প্রেমে পড়েছে, প্রথমে মিলতে পারছে না, তাই দুঃখ পাচ্ছে, পরে মিলে গেল বা একজন পটল তুলল— এমন বস্তাপচা সাজানো গল্প লিখে বা ছবি করে নির্বোধ দর্শকদের খুব হাসিয়ে বা কাঁদিয়ে ঐ গল্পের মধ্যে ইনভলভ করিয়ে দিলাম, দু’মিনিটেই তারা ছবির কথা ভুলে গেল, খুব খুশি হয়ে বাড়ি গিয়ে খেয়েদেয়ে ঘুমিয়ে পড়ল— এর মধ্যে আমি নেই।”