বঙ্গদর্শন ইনফরমেশন ডেস্ক
২৯ জুলাই, ২০২৩ ১১:২৭:৩৪
শনিবারের কড়চা : তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় স্মরণ সংখ্যা
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জীবনী-র দিকে চোখ রাখলে বোঝা যায় রাঢ় বাংলার সুবিস্তৃত সমুদ্র। এই মহাসমুদ্রের নাবিক যেন সাহিত্যিক তারাশঙ্কর। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য কাল অতিক্রম করে আছড়ে পড়েছে অধুনা তরুণ প্রজন্মের মধ্যেও। অহিংস বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন তারাশঙ্কর। অনেকেই হয়তো জানেন না, রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে দ্বিতীয় নোবেল আসতে পারত তারাশঙ্করের মাধ্যমেই। নাম প্রস্তাবও হয়ে গিয়েছিল। কালের কথাকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বই-গুলিকে আরও একবার ছুঁয়ে দেখলাম আমরা। শনিবারের কড়চা টিম।