বঙ্গদর্শন ইনফরমেশন ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২২ ১১:২১:২১
শনিবারের কড়চা : কবি বিনয় মজুমদার স্মরণ সংখ্যা

ঠাকুরনগর (Thakurnagar) স্টেশনের অদূরে শিমুলপুর (Shimulpur) গ্রাম। গ্রামের নামটিই আস্ত একখান কবিতা। যেমন ছিল কবি বিনয় মজুমদারের (Binoy Majumdar) জীবন – বেঁচে থাকা। সেই আশ্চর্য বেঁচে থাকাকে স্মরণ করলাম আমরা। আজ কবির জন্মদিনে প্রকাশিত হল বিনয় মজুমদার বিশেষ সংখ্যা।