বঙ্গদর্শন ইনফরমেশন ডেস্ক
১৫ জানুয়ারি, ২০২২ ১০:১১:০১
শনিবারের কড়চা ২১ – বাংলার ‘পৌষ পার্বণ’

লক্ষ্মী মাস পৌষ। গ্রামবাংলার ঘরে ঘরে বসত করেন লক্ষ্মী। কখনও কন্যা হয়ে, কখনও মা হয়ে সংসারের হাল ধরেন। পৌষবুড়িকে আগলানো যেন তখন কর্তব্যের মধ্যেই পড়ে। মাটির গোলাকার পিণ্ডর উপর ধান, দূর্বা, ফুল, বেলপাতা, সিঁদুর দিয়ে লেপে চারদিকে গোল করে বসে মহিলারা গাইতে থাকেন, “এসো পৌষ যেও না, জন্ম জন্ম ছেড়ো না” – এ গানে থাকে আদরভরা কণ্ঠ।