১২৫-এ বাঙালির ‘সুপারহিরো’ নেতাজি : পড়ুন ‘শনিবারের কড়চা’-র বিশেষ সংখ্যা

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিবস উপলক্ষে বঙ্গদর্শন-এর আয়োজনে ‘শনিবারের কড়চা’ প্রস্তুত করল একটি ব্যতিক্রমী ‘নেতাজি’ সংখ্যার। সংখ্যাটির জন্য সুদূর জার্মানি থেকে কলম ধরলেন নেতাজি-কন্যা ও প্রখ্যাত অর্থনীতিবিদ অনিতা বসু পাফ। এ আমাদের কাছে পরমপ্রাপ্তি। এছাড়াও শৈবাল গিরি, শুভাশিস মৈত্র, সোমা এ চ্যাটার্জি এবং যাজ্ঞসেনী চক্রবর্তীর গবেষণাধর্মী লেখায় সমৃদ্ধ হল এই সংখ্যা। উল্লেখ্য, এই সংখ্যার সমস্ত লিখিত বক্তব্য, বাক্যগঠন, শব্দপ্রয়োগ এবং তথ্য সম্পূর্ণভাবে লেখকের নিজস্ব। এর সঙ্গে পি অ্যান্ড এম কমিউনিকেশনস, বঙ্গদর্শন এবং শনিবারের কড়চা-র কোনোরকম সম্পর্ক নেই। এই পত্রিকায় প্রকাশিত তথ্য এবং বক্তব্যের বাইরে সবরকম ভিন্নমত আন্তরিকভাবে কাম্য।