No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    ফ্যাশন দুনিয়ায় রঙিন ধুতি আনেন শর্বরী দত্ত

    ফ্যাশন দুনিয়ায় রঙিন ধুতি আনেন শর্বরী দত্ত

    Story image

    ফ্যাশন জগতে নেমে এসেছে শোকের ছায়া। কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত প্রয়াত। পুরুষদের পোশাক নিয়ে তাঁর পরীক্ষানিরীক্ষা তাক লাগিয়ে দিয়েছে সারা বিশ্বকে।

    অন্য সব ফ্যাশন ডিজাইনাররা যখন মেয়েদের পোশাক নিয়ে মেতে ছিলেন, তখন এক বৈপ্লবিক পরিবর্তন আনেন শর্বরী দত্ত। পুরুষের ফ্যাশন নিয়ে কাজ শুরু করেন। আজ থেকে প্রায় ৩০ বছর আগের কথা। ১৯৯১ সালে কলকাতার ‘দ্য কনক্লেভ’-এর তাঁর প্রদর্শনী ব্যাপক খ্যাতি পায়। 

    শর্বরী দত্তের কাজ 

    পাশ্চাত্য প্রভাব ছেড়ে প্রাচ্য ঐতিহ্য নিয়ে ভাবতে থাকেন শর্বরী। সামাজিক অনুষ্ঠানে পুরুষের সাজের সংজ্ঞা বদলে দেন। নতুন আঙ্গিকে ফিরিয়ে আনেন হারিয়ে যাওয়া নানা ঐতিহ্যবাহী অলংকরণ ও নকশা। পুরুষদের জন্য সোনার গয়না ডিজাইন করেন। তাঁর শোরুম ‘শূন্য’-র পোশাক সারা পৃথিবী জুড়ে বিখ্যাত হয়ে ওঠে। ফ্যাশন দুনিয়ায় রঙিন ধুতির চল এনেছিলেন তিনি। বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গেও যুক্ত ছিলেন। 

    বৃহস্পতিবার গভীর রাতে ব্রড স্ট্রিটের বাড়ির শৌচাগার থেকে শর্বরী দত্তের দেহ উদ্ধার করা হয়। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। শর্বরীর অকাল মৃত্যুতে ফ্যাশন দুনিয়ার অপূরণীয় ক্ষতি হয়ে গেল, মনে করছে সংস্কৃতি মহল। 

     
     

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @