No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    ‘শঙ্কর মুদি’রাই কি আজকের নিঃসঙ্গ সম্রাট?

    ‘শঙ্কর মুদি’রাই কি আজকের নিঃসঙ্গ সম্রাট?

    Story image

    শপিং মল, মাল্টিপ্লেক্স, ফ্ল্যাট এসবের যুগে প্রায় হারিয়ে যেতে বসেছে পাড়ার মুদি দোকান। সুপার মার্কেট আর ঝাঁ চকচকে মলের একনায়কত্বে মুদি দোকানগুলি আজ মৃতপ্রায়। সেরকমই এক মুদিওয়ালার গল্প বললেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। অনেক বছর আটকে থাকার পর অবশেষে ১৫ মার্চ মুক্তি হল “শঙ্কর মুদি”র। ছবির পোস্টারে বলা হয়েছে এটি একটি রাজনৈতিক ছবি। যা ঘটছে তাতে দেশের একটা বিরাট সংখ্যক মানুষ বিপদে পড়ছেন। রাস্তার ধারে ছোটো দোকানগুলি মার খাচ্ছে ক্রমশ। ফরেন ইনভেস্টমেন্ট এবং বিদেশি দ্রব্যের প্রভুত্ব আসায় দেশের অর্থনীতি খুব খারাপ জায়গায় পৌঁছেছে। পরিচালক থেকে কলাকুশলী প্রত্যেকেই চান সাধারণ মানুষের মধ্যে একটা বিবেকটাকে জাগ্রত করতে। 

    উচ্চবিত্ত বা মধ্যবিত্তদের আরাম-আয়েশের জন্য অস্তিত্বের সংকটে ভুগছেন ‘নিচু’ তলার মানুষেরা। আর এইরকম একটি ছবিতে অংশগ্রহণ করেছেন টলি ইন্ডাস্ট্রির অনেকেই। শঙ্কর মুদির চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলি। মুদির স্ত্রীর চরিত্রে দেখা গেছে শ্রীলা মজুমদার। এছাড়াও অভিনয় করেছেন অঞ্জন দত্ত, রুদ্রনীল ঘোষ, শান্তিলাল মুখার্জী, শাশ্বত চ্যাটার্জি, কাঞ্চন মল্লিক, অঙ্কিতা চক্রবর্তী, দেবশংকর নাগ, প্রিয়াঙ্কা প্রমুখ। অনেকদিন পর আবার সঙ্গীত পরিচালকের আসন অলঙ্কৃত করলেন কবীর সুমন। ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে এই ছবির গানগুলি। “শঙ্কর মুদি” সিনেমাটির মজা হল ঠিক এখনকার সময়টাকে ধরতে পেরেছেন পরিচালক। শিল্পীর যেকোনো কাজে তাঁর সময়টাকে সামনে নিয়ে আসা খুবই জরুরি। তাহলে শিল্পীর সেই শিল্প বেঁচে থাকে দীর্ঘদিন এবং কাজটিকে অস্বীকার করার জায়গায় থাকে না।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @