বাংলার সাতজন পুলিশকে পুরস্কৃত করল কেন্দ্রীয় সরকার

তদন্তে শ্রেষ্ঠত্বের জন্য কেন্দ্রীয় সরকার কর্তৃক স্বরাষ্ট্রমন্ত্রী পুরস্কার ২০২০ ঘোষণা করা হয়েছে গতকাল। দেশের ১২১ জন পুলিশকে ব্যক্তিগত স্তরে পুরস্কৃত করা হবে। ২০১৮ সাল থেকে এমন পুরস্কারের আয়োজন করছে ভারত সরকার। মূলত জোরালো ও দ্রুত তদন্তের জন্য স্বীকৃতি জানাতেই এমন আয়োজন।
প্রেস বিজ্ঞপ্তি
সেই লিস্টে দেখা গেছে, সিবিআই থেকে ১৫ জন, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র পুলিশ থেকে ১০ জন, উত্তরপ্রদেশ থেকে ৮ জন, পশ্চিমবঙ্গ এবং কেরালা থেকে ৭ জন, ২১ জন মহিলা পুলিশ অফিসার এবং অন্যান্য রাজ্যও এই লিস্টে জায়গা করে নিয়েছে।
তবে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে এ এক গর্বের মুহূর্ত। যেকোনোরকম তদন্তে যে বাংলা পিছিয়ে নেই, তা আরও একবার প্রমাণের সময়। পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের সাতজন কর্মকর্তা এই ঘোষিত পুরস্কারের সম্মিলিত তালিকায় স্থান পেয়েছেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশ যে দক্ষতার সঙ্গে তদন্তের সমাধান করে চলেছে, তা ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয় দ্বারা বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- ইন্সপেক্টর শ্রী সুবীর কর্মকার, ইন্সপেক্টর শ্রী বিজয় কুমার যাদব, সাব-ইন্সপেক্টর শ্রী সুপ্রিয় ব্যানার্জি, সাব-ইন্সপেক্টর শ্রী প্রদীপ পাল, মহিলা সাব-ইন্সপেক্টর শ্রীমতী বর্ণালি সরকারের সঙ্গে ইন্সপেক্টর শ্রীমতী শুক্লা সিনহা রায় এবং কলকাতা পুলিশ থেকে ইন্সপেক্টর শ্রী ডেনিস অনুপ লাকরা।
তালিকায় বাংলার সাতজন পুলিশ অফিসার
পশ্চিমবঙ্গ পুলিশ তাঁদের বয়ানে জানিয়েছেন, “এই সাতজন কর্মকর্তা হত্যা, ধর্ষণ, ডাকাতি এবং মানুষ পাচারের মতো জঘন্য অপরাধগুলি খুবই দক্ষতা এবং দ্রুততার সঙ্গে তদন্ত করেছেন। রাজ্যের মানুষকে তাঁরা যেভাবে সেবা দিয়ে এসেছেন, তার জন্য পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশের কাছে এমন পুরস্কার এই পথকে আরও দৃঢ় করবে। আমরা পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ সমস্ত কর্মকর্তাদের অভিনন্দন জানাই”।
ছবি সৌজন্যে: পশ্চিমবঙ্গ পুলিশ