বঙ্গদর্শন ইনফরমেশন ডেস্ক
২৮ আগস্ট, ২০২১ ০৯:৫৫:৪২
শনিবারের কড়চা ৪ – থিয়েটার কর্মীদের কুর্নিশ জানিয়ে প্রকাশিত হল ‘থার্ড বেল’

শনিবারের কড়চা আজ থিয়েটার কর্মীদের উদ্দেশ্যে। থিয়েটারের নেপথ্যে যাঁদের মস্ত বড়ো অবদান, তাঁদের কথাই লিখেছেন থিয়েটারের সঙ্গে জড়িত শিল্পীরা। সোহিনী সেনগুপ্ত, হিরণ মিত্র, প্রবুদ্ধ ব্যানার্জি, প্রদীপ ভট্টাচার্য এবং গৌরাঙ্গ দণ্ডপাট। তিলোত্তমা ছাড়িয়ে আমাদের চোখ পৌঁছে গেছে জেলার আনাচে-কানাচে। অন্ধকারের ভিতর আলোর যে রহস্য, পাতার পর পাতা তা ছড়িয়ে পড়বে মননে, মেধায়, অভ্যাসে। আর এগুলোর মধ্যে দিয়েই আমাদের থিয়েটার দেখার চোখ আরও সমৃদ্ধ হোক। ঋদ্ধ হোক।