No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    মুঘল নৌবাহিনীর স্মৃতি লুকিয়ে বাংলার মাঝিমাল্লাদের গানে      

    মুঘল নৌবাহিনীর স্মৃতি লুকিয়ে বাংলার মাঝিমাল্লাদের গানে      

    Story image

    বিশাল নদীতে একা একা নৌকো বাইতে বাইতে উদাস মাঝি গেয়ে ওঠেন ভাটিয়ালি গান। আর যখন অনেক মাঝি একসঙ্গে দাঁড় টানেন, বৈঠার তালে তালে সমবেত কণ্ঠে তাঁরা আরেক রকমের গান ধরে থাকেন। কাজের পরিশ্রম লাঘব করতে, মেজাজ ফুরফুরে রাখতে আর কর্মশক্তি বাড়াতে এই গান ম্যাজিকের মতো কাজ করে। তাই চাষের কাজে বীজ বোনা, হাল দেওয়া, ফসল নিড়ানো, কাটা এবং তোলার সময়ে, কিংবা মাটি কোপানো, গাছ কাটার মতো যে কোনো কায়িক পরিশ্রমের সময়েও এই ধরনের গান করেন খেটে খাওয়া মানুষের দল। গ্রাম বাংলায় বিভিন্ন পেশার শ্রমজীবী লোকেরা সবাই মিলে গাইতে গাইতে কঠোর পরিশ্রমের কাজগুলো হাসিমুখে করে ফেলেন। তবে মাঝিমাল্লাদের ভেতরেই এইভাবে গান গাওয়ার অভ্যেস দেখা যায় বেশি। এই বিশেষ ধরনের গানকে বলা হয় সারি গান। 

    ‘মর্জিনা-আবদুল্লাহ্’ ছবির “ও ভাই রে ভাই” গানটির কথা মনে আছে সবারই। জঙ্গলের মধ্যে অনেক কাঠুরে মিলে গাছ কাটার সেই গানটি সারি গানের সার্থক এক উদাহরণ। রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’তে রঞ্জন যে খোদাই-নৃত্যের কথা বলেছিল, সেটাও তাই। সারি গানের মধ্যে একা ব্যক্তির চেয়ে যৌথ জীবন সংগ্রামের কথাই বেশি করে ফুটে ওঠে। গানের নাম কেন এমন হল, তা নিয়ে অনেক রকম মত রয়েছে। সারিবদ্ধভাবে গাওয়া হয় বলে এর নাম সারি গান। অন্যদিকে ‘সারি’ কথাটির মানে ‘শ্রেণি’। একই শ্রেণির মানুষ একই কাজ করতে করতে গেয়ে ওঠেন এই গান। ড. ওয়াকিল আহমদ জানিয়েছেন, ‘সারি’ (√সৃ+নিচ) মানে গমন করানো। নৌকো এগিয়ে নিয়ে যেতে যেতে এই গান গাওয়া হয় বলে এমন নাম হয়েছে। আবার, চর্যাপদে ‘সারি’ কথাটি দেখা যায় ‘বীণার ছড়’ অর্থে। 

    বাংলার গ্রামীণ সমাজে খুব প্রাচীন কাল থেকেই সারি গান প্রচলিত ছিল। ‘মনসামঙ্গল’ কাব্যধারার সবথেকে জনপ্রিয় কবি ছিলেন বিজয়গুপ্ত। ১৫ শতকের শেষ দিকে তিনি জীবিত ছিলেন। এই কবির লেখা ‘পদ্মপুরাণ’-এ সারি গানের উল্লেখ রয়েছে। সেখানে সঙ্গীত অর্থেই ব্যবহার করা হয়েছে ‘সারি’ কথাটি। মুঘল নৌবাহিনীতে যে নৌকো চালানোর প্রতিযোগিতা হত, তার অনুসরণে বাংলায় ‘নৌকা বাইচ’ অনুষ্ঠান শুরু হয়েছিল। নৌকা বাইচের হাত ধরে বাংলার নানা প্রান্তে সারি গানের প্রসার ঘটে। ভাটি অঞ্চল ছাড়াও ঢাকা, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর, পাবনা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, যশোর, খুলনা, বরিশালে এই গান প্রচলিত। বাংলাদেশে সারি গানের প্রসার অনেক বেশি।  টাঙাইল অঞ্চলের একটি জনপ্রিয় সারি গান রইল পাঠকদের জন্য:

    “একটা জয়-ধ্বনি দে গো তোরা
    রহিম মিঞার নৌকাতে
    লা ইলাহা ইল্লাল্লাহ
    একটা জয়ধ্বনি দে।
    আল্লাহর নামটি নইয়্যা আমরা নৌকা দিলাম ছাইড়
    কোথায় আছো দয়াল নবি আমরা হইলাম বাইড়।
    একটা জয়ধ্বনি দে।
    তোমার নামটি ভসসা কইরা নৌকা দিলাম ছাইড়া
    কোথায় আছো ইমাম দুই ভাই দ্যাখো না চাইয়্যা।
    একটা জয়ধ্বনি দে”।

    তথ্যসূত্র - জয়দেব রায়, মোমেন চৌধুরী, মাকসুদা আজীজ। 

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @