প্রকাশিত হল সাঁওতালি ভাষার প্রথম অভিধান

আদিবাসী ভাষার প্রথম অভিধান প্রকাশিত হল শিলিগুড়িতে। রাজ্যের অনগ্রসর কল্যাণ দপ্তরের অধীন সাঁওতালি অকাদেমির তত্ত্বাবধানে এই অভিধান বুধবার শিলিগুড়ি উত্তরকন্যায় প্রকাশিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে।
সোমবার শিলিগুড়ি আসেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার চোপড়ায় তিনি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। বুধবার কলকাতায় ফিরে যাওয়ার আগে শিলিগুড়ি উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করেন। সেই সময় উত্তরকন্যায় একটি অত্যাধুনিক হলঘরের উদ্বোধনও করেন তিনি। অত্যাধুনিক সেই হলঘরে ৩২৬টি আসন রয়েছে। শীততাপ নিয়ন্ত্রিত সেই হলঘরের উদ্বোধন করার পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন আদিবাসী ভাষার একটি অভিধানও প্রকাশ করেন। সেই অভিধানে ২৪৫৫০টি শব্দ আছে। ইংরাজির পাশাপাশি বাংলা ও আদিবাসী ভাষায় তার অর্থ দেওয়া আছে। মুখ্যমন্ত্রী বলেন, এই অভিধান একটি বিরল নথি। প্রত্যেকের কাজে লাগবে এই অভিধান। এদিন আদিবাসী বিকাশ পর্ষদের বৈঠকের পর মুখ্যমন্ত্রী সেই ত্রিভাষা অভিধানটির উদ্বোধন করেন। এদিন আদিবাসীদের ৪৫ হাজারের ওপর পাট্টা দেওয়ার পাশাপাশি আদিবাসীদের উন্নয়নে মুখ্যমন্ত্রী আরও অনেক সিদ্ধান্ত ও আলোচনা করেন। আদিবাসীদের বিভিন্ন সমস্যা যাতে গুরুত্ব দিয়ে দেখা হয় সে ব্যাপারেও প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আলোচনা করেন চা-বাগানের সমস্যা নিয়েও।