সংস্কৃত কলেজ থেকে রাশিয়া – দেখুন কলকাতা বইমেলার কিছু বিশেষ ঝলক

১৯৭৬ সালের কলিকাতা পুস্তকমেলা-ই আজকের আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলা। ১৯৮৪ সালে এই বইমেলা আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে। বারোদিন ধরে প্রতিবছর এই বইমেলা হয়ে ওঠে বইপ্রেমীদের দুর্গাপুজো। ঠিক এই কারণেই কলকাতা বইমেলাকে বলা যেতে পারে বাঙালির চতুর্দশ পার্বণ। কলকাতা বইমেলা এশিয়া তথা বিশ্বের বৃহত্তম ও প্রাচীনতম বইমেলা। ফ্রাঙ্কফুট বইমেলার আদলে প্রতি বছর মেলায় অংশগ্রহণকারী একটি বিদেশি রাষ্ট্র ‘ফোকাল থিম’ এবং অন্য একটি রাষ্ট্র ‘সম্মানিত অতিথি রাষ্ট্র’ নির্বাচিত হয়। গ্রন্থসম্ভারের পাশাপাশি শিশু, তথ্যপ্রযুক্তি ও লিটল ম্যাগাজিনের জন্য বিশেষ চত্বর নির্ধারিত থাকে। কলকাতা বইমেলা বর্তমানে কলকাতার সবথেকে জনপ্রিয় একটি মেলার তকমা পেয়েছে।
আজ ছবিমহলে রইল ৪৪তম কলকাতা বইমেলার কিছু বিশেষ ঝলক। একটা ক্লিকেই আপনি পৌঁছে যেতে পারবেন ধুলো ধুলো বইমেলার মাঠে। ছবিগুলি তুলেছেন সৌম্যদীপ দত্ত এবং দেবলীনা মুখার্জী।
সংস্কৃত কলেজের আদলে তৈরি হয়েছে বইমেলার চার নং গেট
ইন্ডিয়া গেটের আদলে তৈরি হয়েছে দুই নম্বর গেট
রাশিয়া গেটের আদলে তৈরি হয়েছে আরও একটি গেট
জোড়াসাঁকো ঠাকুরবাড়ির আদলে তৈরি হয়েছে নয় নম্বর গেট
ইউএসএ’র স্টল
রাশিয়া
আজকাল প্রকাশনী
গাংচিল
আলোকচিত্রী- সৌম্যদীপ দত্ত, দেবলীনা মুখার্জী।