বঙ্গদর্শন ইনফরমেশন ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২১ ০৯:২৫:৪৯
শনিবারের কড়চা ৫ – অজানা তথ্য, দুষ্প্রাপ্য ছবি নিয়ে প্রকাশিত হল ‘অতি উত্তম’ সংখ্যা

উত্তমকুমারের ৯৫তম জন্মদিনে আমরা, ‘বঙ্গদর্শন’ টিমের প্রত্যেকেই চেয়েছি উত্তমকুমার সংখ্যা সাজাব ভিন্ন আঙ্গিকে। আমাদের ডাকে সাড়া দিয়ে মহানায়ককে স্মরণ করেছেন– আলোকচিত্রী সাত্যকি ঘোষ, পরিচালক শেখর দাশ, পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী এবং অভিনেতা বিপ্লব দাশগুপ্ত।
এই সংখ্যার জন্য আমরা কৃতজ্ঞ সাত্যকি ঘোষের কাছে। তাঁর বাবা নিমাই ঘোষের তোলা উত্তমকুমারের কিছু ছবি তিনি আমাদের দিয়েছেন। প্রচ্ছদের ছবিও প্রখ্যাত নিমাই ঘোষেরই তোলা।