গ্রামবাংলার ক্ষুদ্র ও কুটির শিল্পের সুনাম বাড়াচ্ছে সাবাই ঘাসের তৈরি নানা সামগ্রী

গ্রামবাংলার ক্ষুদ্র ও কুটির শিল্পের সুনাম বিশ্বব্যাপী। এমনকী এই বাংলাতেই গজিয়ে ওঠা সাবাই ঘাসও (Sabai Grass) আজ শিল্পের আঙিনায় নিজ গুণে জায়গা পাকা করে নিয়েছে। কয়েক হাজার শিল্পীর রুটিরুজি এই ঘাসকে ঘিরেই আবর্তিত। তাই বিশ্বের দরবারে সাবাই ঘাসের হস্তশিল্পকে তুলে ধরতে ২০২১ সালে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI)-এর জন্য উদ্যোগী হয়েছিল রাজ্যের খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ (West Bengal Grameen Shilpa Parshad)।
ওড়িশা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে সাবাই ঘাস জন্মায়। বিশেষত, ঝাড়গ্রাম জেলার নদী তীরবর্তী অঞ্চলগুলিতে স্বাভাবিক নিয়মেই জন্ম নেয় এই ঘাস। সুবর্ণরেখা নদীর তীরে প্রান্তিক জনপদ গোপীবল্লভপুর ছাড়াও নয়াগ্রাম ও বেলপাহাড়ির কিছু কিছু অংশে অর্থনীতির ভিত্তি গড়ে উঠেছে এই ঘাসের তৈরি বিভিন্ন সামগ্রীকে কেন্দ্র করে। সাবাই ঘাসের কদর সেই ব্রিটিশ আমল থেকেই। তখন শুধুমাত্র দড়ি তৈরি হতো, আজ সেই ঘাস দিয়ে তৈরি হচ্ছে শৌখিন ব্যাগ, টেবিল ট্রে, ঝুড়ি, পেন স্ট্যান্ড, পোস্টার ম্যাট, কন্টেনার, পাপোশ, কোস্টার, টেবিল ম্যাট, গয়না সহ ঘর সাজানোর হরেক সামগ্রী। শহর কেন্দ্রিক বাজারগুলিতে এই সব হস্তশিল্পের ব্যাপক চাহিদা রয়েছে। এমনকি আমাদের রাজ্যের বাইরেও জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে সাবাই ঘাসের তৈরি এইসব হস্ত শিল্প সামগ্রীর।
বিভিন্ন সময়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে সাবাই ঘাসের দড়ি দিয়ে হস্তশিল্প ও কারুশিল্পের প্রশিক্ষণ নিয়ে এখানকার অধিবাসীরা হয়ে উঠেছেন একেক জন দক্ষশিল্পী। সাবাই ঘাস চাষের জন্য কোন পরিচর্যা বা মূলধনের প্রয়োজন হয় না। নদী বা জঙ্গলের আশেপাশে প্রকৃতির নিয়মে বেড়ে ওঠে। ঘাস একটু বুড়ো হয়ে গেলে তাকে কেটে এনে শুকিয়ে নিতে হয়। তারপর সেই শুকনো ঘাস পাকিয়ে পাকিয়ে দড়ি বানিয়ে নিতে হয়। রঙিন কিছু বানাতে হলে ঘাসকে শুকিয়ে নেওয়ার পর রঙে ভিজিয়ে নিতে হয়। তারপর সেই দড়ি দিয়ে বানানো হয় নানা ধরনের গৃহস্থালি বা ঘর সাজাবার সামগ্রী। আর একটি গুরুত্বপূর্ণ দিক হল, সাবাই ঘাসের তৈরি সামগ্রী (Sabai Grass Products) কিন্তু পরিবেশবান্ধবও।
সরকারি উদ্যোগে আমাদের রাজ্যের বাইরেও একটু আধটু বিপণনের ব্যবস্থা হয়েছে। বিভিন্ন বেসরকারি সংস্থাও এই সাবাই শিল্পীদের উন্নতিকল্পে উদ্যোগ নিচ্ছে। যেমন ‘দ্য বেঙ্গল স্টোর’-এ পাওয়া যাচ্ছে ঝাড়গ্রামের সাবাই শিল্পীদের হাতে বোনা ঝুড়ি, স্ন্যাকস্ ট্রে, অতিথি আপ্যায়নে যা আপনার রুচিশীল মননের বার্তা বাহক হিসেবে হয়ে উঠবে অদ্বিতীয়।
সাবাই ঘাসের তৈরি সামগ্রী কিনতে চাইলে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্রঃ
গেট বেঙ্গল, দৃষ্টিভঙ্গি, বাংলার হস্তশিল্প