No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    ঋত্বিক আখড়া : প্রাক জন্মশতবর্ষে উত্তরপাড়ায় ঋত্বিক ঘটক সংগ্রহশালা

    ঋত্বিক আখড়া : প্রাক জন্মশতবর্ষে উত্তরপাড়ায় ঋত্বিক ঘটক সংগ্রহশালা

    Story image

    “ভাবো, ভাবা প্র্যাকটিস করো” – ঋত্বিক কখনও জানতে পারবেন না তাঁর এই উক্তি অধুনা কতটা জনপ্রিয়! এখনও তাঁর কাজ নিয়ে ভাবতে বসেন সারা বিশ্বের চলচ্চিত্রকার-চিত্রসমালোচকরা। কয়েক বছর আগেই আমেরিকার ফিল্ম অ্যাট লিঙ্কন সেন্টারে আয়োজিত হয়েছিল ‘কবিতা এবং দেশভাগ: ঋত্বিক ঘটকের সিনেমা’ শীর্ষক একটি অনুষ্ঠান। পাশাপাশি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছিল ‘গ্লোবাল ঋত্বিক’ শীর্ষক আলোচনাসভা। গোটা বিশ্ব থেকে বিখ্যাত চিত্র সমালোচকেরা যোগ দিয়েছিলেন এই অনুষ্ঠানে। ঋত্বিককে নিয়ে মুগ্ধতা কাটে না। পৃথিবীজুড়ে ছিন্নমূল মানুষের সংখ্যা যখন দিন-দিন বাড়ছে, তখনই যেন নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠছেন ঋত্বিক ঘটক। জরুরি হয়ে পড়ছে তাঁর সিনেমার ভাষাকে ফিরে ফিরে পড়া।

    তাছাড়া এই কক্ষের বিভিন্ন দেওয়াল সেজে উঠেছে বিশিষ্ট শিল্পী হিরণ মিত্র-র রেখা-রঙের গ্রাফিত্তিতে। সংগ্রহশালার নামাঙ্কণটিও তাঁর তুলির আঁচড়ে এক অনন্য মাত্রা পেয়েছে।

    ১৯২৫। পরাধীন, অবিভক্ত বঙ্গের ঢাকা শহরে এক হেমন্ত-দিনে জন্ম নিয়েছিলেন ঋত্বিক কুমার ঘটক। বাকিটুকু আজ ইতিহাস। এবং ঐতিহাসিক কালক্রম মেনেই আজ আমরা সেই অবিস্মরণীয় চলচ্চিত্র প্রণেতার জন্মশত বর্ষের দ্বার প্রান্তে উপনীত। এই বিশেষ উপলক্ষটি উদযাপনের জন্য উত্তরপাড়ার জীবনস্মৃতি আর্কাইভ-এর সশ্রদ্ধ নিবেদন ‘ঋত্বিক আখড়া’। ঋত্বিক ঘটকের জীবন ও সিনেমা বিষয়ক সংগ্রহশালা এবং স্থায়ী প্রদর্শনী কক্ষ; যেখানে হাজির তাঁর বিভিন্ন ছবির বুকলেট, পোস্টার, দুষ্প্রাপ্য আলোকচিত্রের মতো বিরল সম্ভার। তাছাড়া এই কক্ষের বিভিন্ন দেওয়াল সেজে উঠেছে বিশিষ্ট শিল্পী হিরণ মিত্র-র রেখা-রঙের গ্রাফিত্তিতে। সংগ্রহশালার নামাঙ্কণটিও তাঁর তুলির আঁচড়ে এক অনন্য মাত্রা পেয়েছে। 

    “হিরণ মিত্রের ভাবনায় ঋত্বিক ঘটকের প্রতিটি কাহিনিচিত্রের শিল্পরূপ এবং তাঁর তুলিতে ঋত্বিকের একটি বিশেষ প্রতিকৃতি এই সংগ্রহশালার এক অমূল্য সম্পদ।” বঙ্গদর্শন.কম-কে বলেন, জীবনস্মৃতি আর্কাইভের কিউরেটর অরিন্দম সাহা সরদার, ‘ঋত্বিক-আখড়া’-র ভাবনা এবং রূপায়ণ তাঁরই।

    সংগ্রহশালার দেওয়ালে গ্রাফিত্তির কাজে মগ্ন শিল্পী হিরণ মিত্র, তাঁকে ক্যামেরাবন্দী করছেন কিউরেটর অরিন্দম সাহা সরদার, অদূরে বসে অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়

    ‘ঋত্বিক আখড়া’য় থাকছে ঋত্বিক ঘটকের নিজের লেখা, তাঁকে নিয়ে লেখা বাংলা এবং অন্যান্য ভাষায় প্রকাশিত দুষ্প্রাপ্য গ্রন্থ, পত্র-পত্রিকার মূল এবং ডিজিটাল সংগ্রহ। থাকছে, ঋত্বিক ঘটক পরিচালিত আটটি কাহিনিচিত্রের মূল ও ডিজিটাল বুকলেট, পোস্টার, পত্রিকা-পৃষ্ঠায় ছাপা বিজ্ঞাপন ও ঋত্বিক সংক্রান্ত সংবাদপত্র-কর্তিকা। ঋত্বিক-পরিচালিত কাহিনিচিত্র, তথ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্যের সিনেমা, এছাড়াও তাঁকে নিয়ে নির্মিত তথ্যচিত্রের ডিজিটাল সংগ্রহও থাকছে এই আর্কাইভে। 

     

    “ঋত্বিক বিষয়ক বিভিন্ন গবেষক এবং চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভিডিও সাক্ষাৎকারের একটি সংগ্রহের কাজও ইতিমধ্যে শুরু করা হয়েছে। এই অংশে রয়েছে ২০০৭ সালে আমার নেওয়া সুরমা ঘটকের একটি দীর্ঘ অডিও সাক্ষাৎকার।” বলেন অরিন্দম। জীবনস্মৃতি আর্কাইভের মৃণাল-মঞ্জুষা-র মতোই দর্শক তথা গবেষকদের অনিবার্য গন্তব্য হয়ে উঠবে এই ঋত্বিক-আখড়া, এ বিষয়ে আশাবাদী তিনি। 

    এই উদ্যোগের শুভসূচনা আগামী ৬ এপ্রিল শনিবার ২০২৪ বিকেল ৫টায়। উপস্থিত থাকবেন অধ্যাপক তথা ঋত্বিক-বিশেষজ্ঞ সঞ্জয় মুখোপাধ্যায়, শিল্পব্যক্তিত্ব হিরণ মিত্র, ঋত্বিক সন্ধানী দীপঙ্কর ভট্টাচার্য এবং চন্দন গোস্বামী। জীবনস্মৃতির তরফে ঋত্বিক ঘটক বিষয়ে প্রকাশিতব্য একটি সংকলন গ্রন্থের আনুষ্ঠানিক মুখপাতও করবেন তাঁরা। বিশেষ এই দিনটিতে সঞ্জয় মুখোপাধ্যায়কে ‘জীবন স্মৃতি সম্মাননা ২০২৪’ দেওয়া হবে। অরিন্দমের কথায়, “তাঁর জীবন ব্যাপী নিবিড় ঋত্বিকচর্চা আমাদের আলো দেখিয়েছে। তাঁর ভাবনাপুঞ্জের অনুসরণে আমরা দিগদর্শী সেই চলচ্চিত্রকারের নিকটবর্তী হওয়ার প্রয়াস পেয়েছি। এই সম্মাননা আসলে বিনীতভাবে সেই ঋণটুকু স্বীকার করার একটি আয়োজনমাত্র।”

    ছবি: বিয়াস মজুমদার

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @