কলকাতা চলচ্চিত্র উৎসবের বিশেষ আকর্ষণ মৃণাল সেন, ফোকাস কান্ট্রি জার্মানি

২০১৯ সাল মানেই ভারতের ঐতিহ্যবাহী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫ বছর পূর্তি। উদ্যোক্তারা আয়োজনে কোনো ত্রুটি রাখতে চান না। এমনিতে অনেকদিন আগেই বন্ধ করে দেওয়া হয়েছে নন্দন প্রেক্ষাগৃহ। এবছর চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রি জার্মানি। জার্মানি মানেই একটি সমৃদ্ধশালী ফিল্ম ইন্ডাস্ট্রি। সেই দেশের নতুন-পুরোনো সব ধরনের ছবি দেখানোর ব্যবস্থা চলছে।
কিন্তু এবছরের বিশেষ আকর্ষণ প্রবাদপ্রতিম চিত্র-পরিচালক মৃণাল সেন। গতবছর ডিসেম্বর মাসে প্রয়াত হয়েছেন মৃণাল সেন। তাঁর রেট্রোস্পেক্টিভ এ বারের উৎসবের অন্যতম আকর্ষণ। বিভিন্ন ভাষায় নির্মিত পরিচালকের শ্রেষ্ঠ ছবিগুলি উৎসবে দেখানো হবে। এছাড়াও থাকছে ইতালিয়ান চিত্র-পরিচালক বেরনার্দো বের্তোলুচির রেট্রোস্পেক্টিভ। গত বছর নভেম্বরে মারা যান তিনিও।
এ বছর সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’-এর ৫০ বছর পূর্ণ হচ্ছে। দেখানো হবে এই ছবিও। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৯ চলবে ৮-১৫ নভেম্বর।