কলকাতার ছেলের র্যাপে কৃষক সংগ্রামের গল্প, মেতে উঠল গোটা দেশ

একজন র্যাপার হিসাবে নিজেকে আত্মপ্রতিষ্ঠার লড়াই। রক মিউজিক, অল্টারনেটিভ মিউজিক, হার্ড রকের মধ্যে নিজেকে ক্রমশ বুঁদ থেকেছেন ছোটো থেকেই। কিন্তু সম্প্রতি আর পাঁচজন র্যাপারের চেয়ে ব্যতিক্রমী হয়ে উঠেছেন কলকাতার বাসিন্দা শান্তানাম শ্রীনিবাসন আইয়ার। পরিচয়ে তিনি তামিল হলেও বেড়ে ওঠা এবং পড়াশোনা তিলোত্তমা কলকাতায়। তামিলের সঙ্গে সঙ্গে নিজেকে একজন গর্বিত বাঙালি বলেও মনে করেন শান্তানাম। তাঁর প্রতিবাদী স্বর নজর কেড়েছে সারা বিশ্বে। শান্তানামই এখনও পর্যন্ত প্রথম এবং একমাত্র র্যাপার, যিনি তাঁর সুরের মাধ্যমে দেশের কৃষকদের দুরবস্থার কথা তুলে ধরেছেন। কৃষিপ্রধান দেশে কেন কৃষকরা বারবার আত্মহত্যা করছেন? যাঁদের জন্য আমাদের বেঁচে থাকা, তাঁদের অবস্থা এখনও কেন ভয়ংকর? একটি আন্তর্জাতিক চ্যানেলের সংগীতভিত্তিক অনুষ্ঠানের মঞ্চে র্যাপের মাধ্যমে প্রশ্ন তুললেন শান্তানাম। বললেন প্রোটেস্ট পোয়েট্রির কথা।
তাঁর এই গানে মুগ্ধ বিচারকরা। ২০১০ সালে আন্ডারগ্রাউন্ড অথরিটি নামে একটি ব্যান্ড তৈরি করেন। বর্তমান যুগের বাবা-মায়েদের সন্তানের কেরিয়ার নিয়ে ভাবনাচিন্তাকে পাথেয় করে র্যাপ করেছিল আন্ডারগ্রাউন্ড অথরিটি। যা মন ছুঁয়েছিল দর্শকদের। এরপর এমটিভি হসল-এ যোগ দেন শান্তানাম। সেখানে একাই গান করেন। নেটদুনিয়ায় এই মুহূর্তে ভাইরাল সেই গান। গানের শেষে বুক চিতিয়ে শান্তানাম বলেন, ভারতীয় কৃষকরা ঐক্যবদ্ধ হয়েছিলেন, কারণ তাঁদের হারানোর কিছু ছিল না (Farmers of our country unite for we have nothing to lose)। এমনকি গানের মধ্যে চলে এল রবীন্দ্রনাথের লাইন, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’।