ফটোগ্রাফিতে জাতীয় পুরস্কার পেলেন হাওড়ার মেয়ে রণিতা

ফটোগ্রাফিতে জাতীয় সম্মান পেলেন হাওড়ার সাঁকরাইলের রণিতা রায়। এর আগে রাজ্যস্তরের পুরস্কার বা আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে, তবে জাতীয় পুরস্কারের এই আনন্দটুকু রণিতা ভাগ করে নিতে চান পরিবার এবং বন্ধুদের সঙ্গে। সম্প্রতি দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে তাঁর হাতে সপ্তম ফটোগ্রাফি অ্যাওয়ার্ড তুলে দিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠৌর।
রণিতা পড়াশোনা করেছেন আন্দুলের গ্রাম্যহিতকরী বালিকা বিদ্যালয়ে। এরপর নরসিংহ দত্ত কলেজ এবং পরবর্তীতে আশুতোষ কলেজ। ফটোগ্রাফির কোনো প্রথাগত শিক্ষা তাঁর না থাকলেও সুদীপ্ত চক্রবর্তীর অনুপ্রেরণা কাজে লেগেছে বারবার। নতুন নতুন ফ্রেম তৈরির চিন্তায় বুঁদ হয়ে থাকেন রণিতা। রণিতা একটি সংবাদপত্রে জানিয়েছিলেন, ফটোগ্রাফি শুরু করেছিলেন মানসিক অবসাদের প্রতিষেধক হিসাবে। এই ডিপ্রেশন তাড়াতেই ফটোগ্রাফির নেশা। শুধুমাত্র কলকাতা নয়, পশ্চিমবঙ্গের এমন অনেক ছোটো বড়ো শহরে লুকিয়ে রয়েছে প্রতিভা। তাদের এগিয়ে দেবার কাজ আমাদের সকলের। একটি মফস্সল শহর থেকে উঠে এসে দেশজুড়ে তাঁর এই সম্মান তরুণ আলোকচিত্রীদের গর্বিত করেছে বৈকি!