No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    NAAC-এর সর্বোচ্চ গ্রেড পেয়ে দৃষ্টান্ত তৈরি করল রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির

    NAAC-এর সর্বোচ্চ গ্রেড পেয়ে দৃষ্টান্ত তৈরি করল রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির

    Story image

    ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল (NAAC) কর্তৃক সর্বোচ্চ গ্রেড A++ পেল রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, বেলুড় মঠ। সেপ্টেম্বরের শুরুতে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত র্যা ঙ্কিং-এর ভিত্তিতে ভারতের কলেজগুলির মধ্যে পঞ্চম স্থানে থাকা রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির ন্যাক-এর মূল্যায়নে ৪-এর মধ্যে ৩.৫৮ নম্বর পেয়ে রেকর্ড গড়ল। প্রসঙ্গত, ন্যাক-এর সর্বশেষ মূল্যায়নে এই অটোনোমাস কলেজ স্কোর করেছিল ৩.১২ এবং সেবার A গ্রেড পেয়েছিল।

    পাঠ্যক্রমের দিক থেকে ৩.৪, শিক্ষণ ও শিক্ষার দিক থেকে ৩.৫৩, গবেষণা-উদ্ভাবন ও সম্প্রসারণের দিক থেকে ৩.৬৮, পরিকাঠামো ও শিক্ষা সংস্থায় ৩.৭২, শিক্ষার্থীদের সহায়তা ও অগ্রগতিতে ৩.৮, শাসন-নেতৃত্ব ও ব্যবস্থাপনায় ৩.২৮, প্রাতিষ্ঠানিক মান ও অনুশীলনে ৩.৮১ নম্বর পেয়েছে এই কলেজ।

    কলেজের বর্তমান অধ্যক্ষ স্বামী একচিত্তানন্দ (ভার্গব মহারাজ) মনে করেন, পশ্চিমবঙ্গেই শুধু নয়, কলেজের এই স্কোর সারা ভারতবর্ষের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি এ-ও মনে করেন, এমন স্কোরের জন্য প্রাক্তন অধ্যক্ষ স্বামী শাস্ত্রজ্ঞানন্দ (সঞ্জীব মহারাজ)-এর অবদান প্রচুর। তিনি মিশনকে সাজাতে চেয়েছিলেন স্বপ্নের পাঠশালার মতো। যিনি বর্তমানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ।

    শুধুমাত্র নিয়মনিষ্ঠা বা পড়াশোনা নয়, করোনা অতিমারি বা আমফানের মতো প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এখানকার শিক্ষক-ছাত্ররা। সব মিলিয়ে রামকৃষ্ণ মিশনের সমস্ত কলেজের সামনে বেলুড় দৃষ্টান্ত তৈরি করল আরও একবার।
     

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @