নারী-শিশু পাচারের বিরুদ্ধে নিজের অনমনীয় লড়াইয়ের কথা বলছেন রাজু নেপালি
রাজু নেপালির জীবন কোনো বলিউড সিনেমার চেয়ে কম রোমাঞ্চকর নয়। প্রায় দু’দশক আগে পুনের গণিকালয় থেকে এক বান্ধবীকে উদ্ধার করেন কাস্টমার সেজে গিয়ে। কিন্তু শেষ পর্যন্ত বাঁচাতে পারেননি। উদ্ধার হওয়ার কয়েকমাস পর এইডসের কারণে মারা যান সেই মহিলা। রাজু তখনই নারী ও শিশু পাচারের ব্যাধি সমাজ থেকে নির্মূল করার শপথ নিয়েছিলেন।
অ্যাসেম্বলি অফ গড চার্চের মিশনারি কাজকর্ম ছেড়ে রাজু নেপালি গড়ে তুলেছেন এক স্বেচ্ছাসেবী সংস্থা – ‘ডুয়ার্স এক্সপ্রেস মেইল’। মানব পাচারের বিরুদ্ধে তাঁরা কাজ করেন উত্তরবঙ্গের ৮টি জেলা এবং নেপালির গ্রামীণ অঞ্চলে। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে উত্তরবঙ্গের পুলিশও। প্রতি বছর রাজু এবং তাঁর সংস্থা প্রায় ১৩০ জন মহিলা ও শিশুকে উদ্ধার করে থাকেন। আজ বিশ্ব মানবাধিকার দিবসে নিজের অনমনীয় লড়াইয়ের কথা বলছেন রাজু নেপালি। ভিডিও দেখুন লিংকে ক্লিক করে।