পুজোর থিমেও এনআরসি, উঠে আসবে কাঁটাতার এবং উদ্বাস্তু সমস্যা

প্রতিবেশী রাজ্য অসমে কিছুদিন আগেই আনআরসির জেরে ভিটে হারিয়েছেন প্রায় ১৯ লক্ষ মানুষ। তার প্রতিবাদ প্রথম হয়েছিল এই বাংলা থেকেই। কলকাতা দক্ষিণের অন্যতম নামী পুজো রাজডাঙা নব উদয় সংঘে এবারের থিম ‘ঠিকানা’, যেখানে একইসঙ্গে উঠে আসবে আনআরসি, উদ্বাস্তু সমস্যা এবং কাঁটাতারের ছবি। শিল্পী- সুব্রত বন্দ্যোপাধ্যায়। নিজের দেশে একটা বাড়ি থাকলেও রাষ্ট্র বাধ্য করছে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার। স্বজনহারা চিৎকার ধ্বনিত হচ্ছে চারিদিকে। অসমের অবস্থা ভয়ংকর। বাংলাতেও নাকি এনআরসি হবে, বাদ পড়বে প্রায় ২ কোটি মানুষের নাম! এই সমস্যাগুলোই দর্শনার্থীদের সামনে তুলে ধরার চেষ্টা করবে রাজডাঙা নব উদয়।
পুজোর বিজ্ঞাপনী প্রচারেও কৌশল অবলম্বন করা হয়েছে। সেখানে দুই দেশের সীমান্তের প্রতীক কাঁটাতারকে ব্যবহার করা হয়েছে। থিমের নাম দেওয়া হয়েছে ‘ঠিকানা’। উদ্বাস্তুদের অবস্থা বোঝাতে ব্যাডমিন্টন র্যা কেট এবং শাটল কক ব্যবহার করা হচ্ছে। মণ্ডপের মধ্যে আই ক্যাচার হিসেবে রাখা হচ্ছে একটি বিশাল ফিনিক্স পাখি। যাদের পথ আটকাতে পারে না কোনও কাঁটাতার। এই সেই ফিনিক্স পাখি, যে নিজের গায়ে আগুন লাগায় এবং সেই আগুনের ছাই থেকে আবার নতুন করে জন্ম নেয়, আবার আকাশে ওড়ে। এই ফিনিক্স পাখি অমর। কোনো কাঁটাতারই তাকে আটকাতে পারে না।