স্বপ্নের পদ্মা সেতুতে অন্যান্য যানবাহনের পাশাপাশি চলবে ট্রেনও

পুরোদমে চলছে বাংলাদেশে পদ্মার উপর সেতু নির্মাণের কাজ। এই সেতুকে ঘিরে উচ্ছ্বাসের শেষ নেই। দীর্ঘদিনের পরিকল্পনা এবার বাস্তবে পরিণত হতে চলেছে। এর মধ্যেই জোড়া সুখবর। বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, ২০২২ সালের ডিসেম্বর মাসে খোলা হবে এই সেতু। প্রথম দিন থেকেই সেখানে অন্যান্য যানবাহনের সঙ্গে রেল যোগাযোগও চালু হবে৷
এই সেতু না থাকায় এতদিন অনেক মানুষকে সমস্যায় পড়তে হয়েছে। পদ্মার প্রচণ্ড স্রোতের ফলে ফেরি চলাচল বন্ধ থাকলে সমস্যায় পড়তে হত সাধারণ মানুষকে। এই সেতু তাই সমস্তরকম সুযোগ সুবিধা নিয়ে আসছে।
পদ্মা সেতু বাংলাদেশের ইতিহাসে এক মাইলফলক হতে চলেছে। সেতুটি তৈরি হবার পর শুধু মানুষের যাতায়াত নয়, তার সঙ্গে দেশের অর্থনীতি আরও উন্নত হবে বলে ধারণা বাংলাদেশের সাধারণ মানুষের। ট্রেন এবং অন্যান্য যানবাহন একসঙ্গে চললে নিঃসন্দেহে তা একটি নজিরবিহীন উদ্যোগ হবে।