রবীন্দ্রনাথ ও মিস ফ্লাউম – দুর্লভ চিঠির অসামান্য আকর গ্রন্থ

সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘রবীন্দ্রনাথের বিদেশিনী’ শীর্ষক গবেষণাধর্মী গ্রন্থ। অনুবাদক জে সি পাল। ডাঃ শিমন লেভের মূল গ্রন্থ ‘From Lithuania to Santiniketan : Schlomith Flaum & Rabindranath Tagore’ থেকেই নেওয়া অনুবাদিত হয়েছে এই অসামান্য বইটি।
মূল গ্রন্থ ছিল ভারত-লিথুয়েনিয়া যৌথ সংস্করণ। ১৯২২ সালে ২৯ বছরের যুবতী মিস ফ্লাউম দুই বছরের জন্য শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের ব্রহ্মচর্যের স্কুলে পড়াতে আসেন। মিস ফ্লাউম এই দুই বছর কবির সঙ্গে মানসিক ও ব্যক্তিগত একাত্মতা লাভ করেছিলেন বলে শোনা যায়। এমনকি ওইসময় ফ্লাউম মহাত্মা গান্ধীর সঙ্গে মুম্বাইয়ে সাক্ষাৎ করেছিলেন। ফ্লাউম পরে আবার পোর্টসৈয়দে রবীন্দ্রনাথের সঙ্গে দ্বিতীয়বার মিলিত হয়েছিলেন। কবির সঙ্গে বার্লিনে একটি চিত্রকলা প্রদর্শনীতে অংশগ্রহণও করেছিলেন। এই দুই জনের মধ্যে ২৭টি চিঠির বঙ্গানুবাদ করা হয়েছে এই গ্রন্থে।