No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    রবীন্দ্র সরোবরের বর্জ্য থেকে তৈরি হবে সার, দূষণ কমার পাশাপাশি হবে আর্থিক লাভও

    রবীন্দ্র সরোবরের বর্জ্য থেকে তৈরি হবে সার, দূষণ কমার পাশাপাশি হবে আর্থিক লাভও

    Story image

    রবীন্দ্রসরোবরে দূষণ ঠেকাতে ইতিমধ্যেই একগুচ্ছ পরিকল্পনা নিয়ে রাজ্য সরকার। সরোবরে নিষিদ্ধ হয়েছে ছটপুজো। নিয়মিত পরিষ্কারও করা হয় সরোবর। এবারে সরোবরকে পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সরোবরের বর্জ্য থেকে জৈব সার তৈরির সিদ্ধান্তও নিল রাজ্য সরকার।

    কেএমডিএ সূত্রের খবর, প্রতিদিন গড়ে দেড় টনের কাছাকাছি বর্জ্য তৈরি হয় সরোবরে। সেই বর্জ্যের ভিতরে থাকে জলজ উদ্ভিদ, শুকনো পাতা, কচুরি পানা, ঘাস ইত্যাদি। এই বিপুল পরিমাণ বর্জ্য নিয়মিত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়াও ঝক্কির এবং খরচসাপেক্ষ। তাই ঠিক হয়েছে, এই বর্জ্য থেকে ৩০ শতাংশ জৈব সার তৈরি করা হবে। সেই সারে যুক্ত করা হবে নির্দিষ্ট হারে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশিয়াম। এই সার পাইকারি বাজারে বিক্রি করে অর্থ উপার্জনও করতে পারবে কেএমডিএ। 

    একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। এই প্রকল্পের জন্য খরচ ধার্য করা হয়েছে ১২ লক্ষ টাকা। 

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @