বারান্দা থেকে সবাই গাইছেন ‘আমরা করব জয়’, বো ব্যারাকস যেন একটুকরো ইতালি

কলকাতার ‘অ্যাংলো পাড়া’ বো ব্যারাকস। সুখে-দুঃখে শহরের এই লাল লাল বাড়িগুলো যত্ন করে পাশে থাকে একে অপরের। করোনা ত্রাসের এই ভয়ংকর দিনগুলোতেও তাঁরা পাশে পাশে থাকতে চান। দূর থেকে যেভাবে স্বজনদের কাছে পৌঁছানো যায়, তারই বার্তা দিচ্ছে বো ব্যারাকস। এখন রাস্তাগুলো শুনশান, গলিপথে কুকুরের অল্প চিৎকার ছাড়া কিছুই শুনতে পাওয়া যাচ্ছে না। আর বো ব্যারাকসের প্রত্যেক বাসিন্দাই গেয়ে উঠলেন গান – ‘উই শ্যাল ওভার কাম’ (আমরা করব জয়)। প্রত্যেকে নিজেদের বারান্দা থেকে গাইছেন এই গান। প্রত্যেকের হাতে ধরা প্ল্যাকার্ড। তাতে লেখা, ‘সোশ্যাল ডিস্টেন্স’।
কলকাতা সবসময় আনন্দে-বিষাদে বুঝিয়ে দিয়েছে ‘সিটি অফ জয়’-এর ফ্লেভার। এই চূড়ান্ত অসময়ে মানুষ তাই মানুষের পাশে দাঁড়াচ্ছে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক পুলিশ সার্জেন্টকে দেখেও অভিবাদন জানালেন তাঁরা। শ্রদ্ধা জানালেন সেসব উর্দিধারী কিংবা উর্দিবিহীন মানুষগুলোকে, যাঁরা দিনরাত এক করে করোনা মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছেন। হোম কোয়ারেন্টাইনে থাকা ইতালির মানুষগুলির মতো এদিন বো ব্যারাকবাসীরাও মুক্তির আস্বাদ নিল নিজেদের ব্যালকনি থেকে। কলকাতা পৌঁছে গেল ইতালিতে। পড়শি হয়ে উঠল। এই উত্তাল সময়ে বিশ্বের প্রত্যেকটা দেশ, সবাই সবার আত্মীয়। এই স্পিরিটটাই তো সব। আর এর জন্যই স্বপ্ন দেখা। গানে বলা আছে, “সুদিন কাছে এসো, ভালোবাসি একসাথে সবকিছুই...”। এদিনের বো ব্যারাকস আরেকবার তাই-ই মনে করাল।