No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    প্রান্তিক মানুষদের জন্য বিনামূল্যে ‘পুজোর বাজার’, উদ্যোগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা  

    প্রান্তিক মানুষদের জন্য বিনামূল্যে ‘পুজোর বাজার’, উদ্যোগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা  

    Story image

    পুজো আসছে। বাড়িতে বাড়িতে উড়বে রঙিন পর্দা, বিছানায় বসবে চাদর, গায়ে উঠবে নতুন জামাকাপড়, ভেসে আসবে কড়া মাংসের সুঘ্রাণ। এ তো গেল এক শ্রেণির মানুষদের কথা। পড়ে রইল আরও কিছু মানুষ। যাদের ভালো খাবার তো দূরের কথা, ভালো পোশাকও জোটে না। এই সমাজ তাদের নাম দিয়েছে প্রান্তিক।

    করোনা পরিস্থিতিতে সমাজের প্রান্তিক স্তরের মানুষ, যেমন– আদিবাসী, রূপান্তরকামী এরকম বহুজন নিজেদের কাজ হারিয়েছেন। এমনও অনেকে আছেন, গত চার-পাঁচ মাস ধরে যাঁদের সেভাবে কোনও আয় নেই। পুজোর সময় ছেলেমেয়ে বা বাড়ির লোকজনকে অন্তত নিজের জন্যেও নতুন জামাকাপড় কেনার সামর্থ্যটুকুও নেই। তাঁদের জন্যই বিনামূল্যে ‘পুজোর বাজার’। এমনই একটি উদ্যোগ নিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা। জামাকাপড়ের দোকান করছেন তাঁরা। 

    সমাজের এই স্তরের মানুষগুলোর পাশে দাঁড়াতেই বিনামূল্যে পুজোবাজারের পরিকল্পনা নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা। তাঁদের পুজোর বাজার শুরু হচ্ছে ১৭ সেপ্টেম্বর থেকে। চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। বাজারের স্থায়ী ঠিকানা কলেজ স্ট্রিট এলাকাতেই। ৫৯, পটুয়াটোলা লেন। নতুন জামাকাপড় কিনে এখানেই জমা করা হবে। এক বা দু’বার ব্যবহার করা জামাকাপড়ও কেউ দিতে চাইলে তাও এখানেই জমা করা হবে। তবে যেহেতু পুজোর বাজার তাই, সবাইকে নতুন জামাকাপড় দেওয়ার উদ্যোগই নেওয়া হয়েছে। এমন উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ।

    Tags:

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @