Podcast : ছবি বা পেইন্টিং নকল করা শিক্ষার অঙ্গ হয়ে উঠেছে : হিরণ মিত্র
চিত্রশিল্পের আসল আছে, নকলও আছে। ছবি নকল করা প্রাতিষ্ঠানিক শিক্ষারই একটা অংশ। আজকের কথা নয়। অনেকদিন ধরেই চিত্রশিল্পের জগতে নকল শিল্পকর্মের আলাদা জায়গা আছে, বাজার আছে। মাঝেমধ্যেই বিতর্ক শোনা যায় - নকল ছবি নিয়ে প্রদর্শনী। শিক্ষিত চোখে না দেখলে বোঝা যাবে না, কোনটা আসল-কোনটা নকল। মাঝখান থেকে লোক ঠকিয়ে, নকল ছবি বিক্রি করে মুনাফা ঘরে তোলে ছবি-ব্যবসায়ীরা। তাহলে, এই পরম্পরা কি চলতেই থাকবে? বাংলার প্রখ্যাত চিত্রশিল্পী হিরণ মিত্র বহু বছর ধরে ব্যতিক্রমী অনুশীলনে তাঁর চিত্রকর্মের কাজ করে চলেছেন। শহরে যখনই আসল ও নকল ছবি-বিতর্ক দানা বেঁধেছে, বারবারই তাঁর প্রতিবাদী কণ্ঠস্বর শোনা গেছে। তাঁর কথায়, “আসলে সব ছবিই আসল। ছবি যখন আঁকা হচ্ছে সেটা আসল-ই।” তাহলে সমস্যাটা কোথায়? শিল্পী হিসেবে হিরণ মিত্রের কাছে আসল ছবির অর্থ কী? ‘আসল ছবি’ শব্দবন্ধটাকে তিনি কীভাবে দেখেন? স্বতঃস্ফূর্ত শিল্পকর্মের সঙ্গে নকল শিল্পকর্মের পারস্পরিক সম্বন্ধ ও দ্বন্দ্ব কোথায়?
নকল ছবির অতীত-বর্তমান ও বাজার নিয়ে বঙ্গদর্শন.কম-এর এবারের পডকাস্ট – আসল ছবি নকল ছবি। বিস্তারিত বলছেন শিল্পী হিরণ মিত্র (Artist Hiran Mitra)। আজ প্রথম পর্ব। বঙ্গদর্শনের পডকাস্ট দেখতে/শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।