No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    লালমাটির দেশ থেকে বাংলার সৃজন পৌঁছে যাচ্ছে বিশ্বের দরবারে, দেখুন অ্যালবাম 

    লালমাটির দেশ থেকে বাংলার সৃজন পৌঁছে যাচ্ছে বিশ্বের দরবারে, দেখুন অ্যালবাম 

    Story image

    এবারের পৌষ উৎসবের শুভারম্ভ ঘটেছে ৬ পৌষ সোমবার। আর ৭ পৌষ মঙ্গলবার থেকে শুরু হয়েছে মেলা। শেষ হবে ১০ পৌষ শুক্রবার। ১২৫০ বঙ্গাব্দের ৭ পৌষ কুড়ি জন অনুগামীকে নিয়ে রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছে ব্রাহ্মধর্মে দীক্ষাগ্রহণ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। ১২৯৮ বঙ্গাব্দের ৭ পৌষ বা ১৮৯১ সালের ২১ ডিসেম্বর শান্তিনিকেতনে একটি ব্রহ্মমন্দির স্থাপন করা হয়। সেই মন্দিরের প্রতিষ্ঠাদিবসকে উদযাপন করতে ১৮৯৪ সালে আয়োজিত হয় একটি ছোট্ট মেলা। পরবর্তীকালে তার কলেবরও বেড়েছে অনেক, এখন সেই মেলা বাঙালির অন্যতম প্রধান উৎসব। 

    পৌষমেলা এবার ১২৫ বছরে পা দিল। মেলার নিরাপত্তায় লাগানো হয়েছে অনেকগুলি সিসিটিভি, চারদিকে থাকছে ওয়াচ টাওয়ার, ড্রোনেও নজরদারি চলছে। পুলিশ-প্রহরা তো আছেই। গত কয়েক বছরের মতো এবারের মেলাতেও শিশুশ্রম রুখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকার কমিশন। পৌষমেলার মাধ্যমে বাংলার সংস্কৃতি পৌঁছে যায় বিশ্বের দরবারে। বাঙালি তো বটে, বিদেশি পর্যটকরাও হাজির এই মেলায়। লালমাটির দেশে হাজারের বেশি স্টলে লক্ষ লক্ষ মানুষের আনাগোনায় জমজমাট এবারের পৌষ মেলা। আজ রইল তারই কয়েকটি মুহূর্ত। 

    সামনে ওই হাতছানি দিচ্ছে পৌষমেলা 

    পৌষমেলা মানেই হস্তশিল্পের বিচিত্র সম্ভার

    পুতুল নেবে গো…পুতুল…

    রকমারি লোভনীয় দ্রব্য…কোনটা রেখে কোনটা ছাড়ি

    ডোকরার পসরা

    অপেক্ষা করছে কাপড়ের নানান হস্তশিল্প

    নতুন প্রজন্মের কাছে এগুলোর চাহিদা ভালোই

    কাঠের আসবাবও রয়েছে মেলায়

    দারুণ সব টেরোকোটার কাজ

    মেলায় গেলে খাওয়াদাওয়া তো হবেই

    ভিড়ে উপচে পড়ছে পৌষমেলা 


     

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @