বারবার হাত ধোয়া এবং জল বাঁচানোর বার্তা উঠে এল করোনা ভাইরাসের আকৃতিতে
করোনা জীবাণুর আকারে উপচে পড়ছে জল! অবাক হচ্ছেন! হ্যাঁ, এমন কাণ্ডটাই ঘটিয়েছেন শিল্পী সৌগত ব্যানার্জী। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।
পোস্টার অফ দ্য ডে
আজকের পোস্টার অফ দ্য ডে সৌগত ব্যানার্জীর এই দুর্দান্ত কাজটি। বর্তমানে সৌগত ওয়ান্ডারম্যান থমপ্সনের ক্রিয়েটিভ সুপারভাইজার হিসাবে নিযুক্ত। তাঁর তৈরি পোস্টারটিতে দেখা যাচ্ছে একটি গোলাকার জায়গায় কয়েক বালতি জল। ঠিক যেন এ মহাবিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জল। জলের স্তর কমে যাওয়া থেকে, বর্তমান পরিস্থিতিতে অনবরত হাত ধোয়া, নিজেকে পরিষ্কার রাখা সবকিছুতেই জল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। এই পোস্টারে তাই বলা আছে, বারবার হাত ধুতে হবে, কিন্তু সেই সঙ্গে জল বাঁচাতেও হবে। এই বার্তাই পৌঁছে যাচ্ছে মানুষের কাছে। এই পোস্টারটি করোনা ভাইরাসের আকারকে সামনে রেখেই নির্মিত হয়েছে।
আজকের পোস্টার অফ দ্য ডে'র জন্য মনোনীত হলেন সৌগত ব্যানার্জী। শিল্পীকে অভিনন্দন।