No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    মারণ জীবাণুর আকৃতিতে এল ভারতীয় রাগ সংগীতের কথা 

    মারণ জীবাণুর আকৃতিতে এল ভারতীয় রাগ সংগীতের কথা 

    Story image

    সংক্রামিত হোক ভারতীয় রাগ সংগীত — অন্ধকার সময়ে এই সুরেলা বার্তাই দিতে চাইলেন শিল্পী চিন্ময় মুখোপাধ্যায়। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।

    পোস্টার অফ দ্য ডে

    আজকের পোস্টার অফ দ্য ডে চিন্ময় মুখোপাধ্যায়ের এই দুর্দান্ত কাজটি। হাওড়া জেলার বাসিন্দা চিন্ময় বর্তমানে আর্ট ও গ্রাফিক্সের কাজে নিযুক্ত আছেন। আর্ট তাঁর প্রথাগত শিক্ষার জায়গা নয়, কিন্তু মনে প্রাণে তিনি একজন শিল্পী। তাই বর্তমানে জীবিকা নির্বাহ করেন শিল্পের প্রতি দায়বদ্ধতা থেকেই। চিন্ময় মুখোপাধ্যায় কথা প্রসঙ্গে বলেন, তাঁর কাজ ভীষণ লিরিক্যাল। অর্থাৎ সুর বা সুরের মূর্চ্ছনা তাঁর ছবিতে অনবরত ঘুরেফিরে আসে। তাঁর তৈরি এই পোস্টারটিতেও দেখা যাচ্ছে ভারতীয় রাগ সংগীতের ব্যবহার। ধ্রুপদী সংগীত হল এই অন্ধকার থেকে পরিত্রাণের উপায়। তাই রাগ সংগীতকে ব্যবহার করে শিল্পী নতুন একটি পথ উন্মোচন করতে চেয়েছেন।

    আজকের পোস্টার অফ দ্য ডে’র জন্য মনোনীত হলেন চিন্ময় মুখোপাধ্যায়। শিল্পীকে অভিনন্দন।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @