উত্তরবঙ্গের বেলাকোবা বনাঞ্চলের রক্ষক সঞ্জয় দত্ত

আগামী ৩ অক্টোবর, উত্তরবঙ্গের বেলাকোবা বনাঞ্চলের রক্ষক সঞ্জয় দত্ত পেতে চলেছেন ‘অ্যানিম্যাল ওয়েলফেয়ার ইন্সটিটিউট, জোহানসবার্গ, সাউথ আফ্রিকার তরফ থেকে একটি আন্তজার্তিক পুরুষ্কার।
এই বছরে তিনিই একমাত্র ভারতীয় পেতে চলেছেন এই আন্তর্জাতিক পুরুষ্কার। রাজ্য বনমন্ত্রী বিনিয়কৃষ্ণ বর্মনের কথায় ‘দত্ত, সহকর্মী সহ আমাদের সকলের কাছে অনুপ্রেরণা। তার উদ্যগে উত্তরবঙ্গ চোরাকারবার প্রচুর পরিমাণে বন্ধ হয়েছে।’
বনাঞ্চলের প্রিন্সিপাল চিফ কনজারভেটার প্রদীপ ভ্যাস বলেছেন ‘দত্ত আমাদের গর্বিত করছে।’
দ্য কনজারভেশন অফ ইন্টারন্যাশানাল ট্রেড ইন এনডেনজার পিসিস অফ ওয়াইল্ড লাইফ ফণা এন্ড ফ্লোরা এর অধীনে দ্য ক্লার্ক এন্ড বোভিয়ান ওয়াইড লাইফ ল্য এনফোর্সমেন্ট অ্যাওয়ার্ড পেতে চলেছে দত্ত।
কাঠের চোরাকারবারকারিদের দত্ত ফিরিয়ে এনেছে সাধারণ জীবনযাপনে। ভারত ও ভুটানের পশুর চোরাকারবারিদের হাত থেকে বনাঞ্চল ধ্বংস করাকে আটকিয়েছন। কিছু কিছু পশু চোরাকারবারি রয়েছে যারা মৃত পশুদের শরীরের অংশ বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকেন তার পশু গুলিকে ধরে হত্যা করে আন্তর্জাতিক বাজারে বিক্রি করেন। দত্ত সেই সব দল গুলিকে ধরেছেন এবং উদ্ধার করেছেন বহু পশুর শরীরের অংশ। এমনকী তাদের কাছ থেকে উদ্ধার করেছে বেশ কিছু জীবিত পশুও। গণ্ডারের শিং আন্তর্জাতিক বাজারে বহু মূল্য বলেই গণ্ডারকে হত্যা করবার প্রবণতাও তাদের মধ্যে বেশী। দত্ত আঞ্চলিক কিছু ছেলে-মেয়েদেরও ট্রেনিং দিয়েছেন যাতে তারা বনরক্ষায় সাহায্য করতে পারে। সেই সব আঞ্চলিক ছেলে-মেয়েরা চোরাকারবারিদের কাছে থেকে খবর নিয়ে এসে দত্তকে সাহায্য করেছে তাদের গ্রেপ্তার করার জন্য। এমনকী দত্ত উদ্ধার করেছেন বেশ কিছু পশুর চামড়া যার মধ্যে আছে চিতাবাঘেরও।
দত্তর সাথে যখন কথা বলা হয় তিনি জানালেন তাদের সহকর্মীদের সাহায্যের তিনি কৃতজ্ঞ ‘ আমি চোরাকারবারিদের বিরুদ্ধে এই কাজ চালিয়ে যেতে চাই, যা ওয়াইল্ড লাইফ ল্য- একটি প্রধান অংশ।’
বিশেষ ধন্যবাদ- মিনিলিয়ামপোস্ট