শহরের ভিড়ে হারিয়ে যাওয়া কিছু মুখ দীপ মাইতির ক্যামেরায়

মানুষ দেখছে মানুষকে। মানুষের মধ্যে থাকা প্রকৃতিকে। অভ্যাসের সুর তৈরি হচ্ছে একে অপরের দেখে নেওয়াতে। তারা বুঝে নিচ্ছে, তারা অন্যের ভাষা পড়ে নিচ্ছে। এখানেই নিজের ভাষা হয়ে উঠছে উচ্ছ্বাসের, যন্ত্রণার, উল্লাসের, ব্যথার। প্রাচীন শহর কলকাতা। এই শহরের বুকেই ভিড় করে আছে কত অভিব্যক্তি, অনুভূতি। তাদের সঞ্চয় করে রেখে দিচ্ছেন শিল্পীরা। ঠিক যেমন, দীপ মাইতি শহরের গলিঘুঁজি থেকে আবিষ্কার করে নিচ্ছেন চেনা মুখ, অচেনা মুখ। সবাই সবার পড়শি হয়ে উঠছে।
আজ ছবিমহলের ৬২তম পর্ব। এই পর্বে রইল অজস্র মানুষ আর তাদের দেখার চোখ। মুহূর্ত ধরে রেখেছেন তরুণ আলোকচিত্রী দীপ মাইতি। কলকাতার গার্ডেনরিচে বাস দীপের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন ছাত্র। লেখালেখি, তর্ক-আড্ডার পাশাপাশি তাঁর শখ ছবি তোলা। দীপের বাছাই করা কিছু ফটোগ্রাফি আজ রইল গ্যালারিতে। আসুন, ঘুরে দেখি...
এক
দুই
তিন
চার
পাঁচ
ছয়
আলোকচিত্রী – দীপ মাইতি