বঙ্গদর্শন ইনফরমেশন ডেস্ক
২৮ আগস্ট, ২০২৩ ১৫:০০:৩৩
বাঁকুড়া-বিষ্ণুপুরের রসাস্বাদনে নতুন মাত্রা যোগ করছে ‘পোড়া মাটির হাট’

মল্ল রাজধানী বিষ্ণুপুরে সারা বছরই পর্যটকদের আসা-যাওয়া লেগে থাকে। দিনে মন্দির দেখে তাঁদের অধিকাংশই মুকুটমণিপুর বা জয়রামবাটি চলে যেতেন। তাতে আর্থিক ভাবে বঞ্চিত হতেন বিষ্ণুপুরের ব্যবসায়ীরা। তাই পর্যটক ধরে রাখার জন্য মহকুমা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছিল পোড়ামাটির হাট। এই হাট সম্বন্ধে বিস্তারিত জানতে, পড়ুন শনিবারের কড়চা ম্যাগাজিন-এর ‘বাঁকুড়া’ সংখ্যায় প্রকাশিত এই লেখাটি।
বাঁকুড়া জেলা নিয়ে বিস্তারিত পড়ুন শনিবারের কড়চা ম্যাগাজিনের ‘বাঁকুড়া’ সংখ্যায়। এখানে ক্লিক করুন।