No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    নয়াচরে তৈরি হবে পলি ডাম্পিং গ্রাউন্ড

    নয়াচরে তৈরি হবে পলি ডাম্পিং গ্রাউন্ড

    Story image

    হলদিয়া বন্দরের নাব্যতা রক্ষা করার জন্য ভাগীরথী নদীর পলি ফেলা হবে নয়াচরে। এমনই মন্তব্য পেশ করল কলকাতা বন্দর কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে- হলদিয়া বন্দরকে সক্রিয় রাখতে ভাগীরথী নদীর গড় নাব্যতা রাখতে হবে ৭.৭ মিটার। এত দিন ড্রেজিং এর মাধ্যমে পলি তুলে ফেলা হত সমুদ্রে অথবা নদীর মোহনার কাছাকাছি। কিন্তু জোয়ার এর মাধ্যমে সেই পলি আবার নদীতে ফিরে আসত। এর ফলে ভাগীরথীর নাব্যতা আবার কমে যেত। এছাড়া পলি তুলে জাহাজের মাধ্যমে দূর সমুদ্রে ফেলাও বেশ খরচ সাপেক্ষ। এই ধরনের খরচ কমাতেই এই উদ্যোগ নিচ্ছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ।

    গত কয়েক বছরে নদীর উপর জেগে ওঠা নয়াচরের আয়তন বাড়ছে। গড়ে উঠেছে বেশ কিছু মৎস্য শিল্পও। এর ওপর যদি এখানে পলি ডাম্পিং করা হলে মাটি অনেক উর্বর হবে। পলিমাটিতে নানাধরনের চাষবাসও করা যাবে। সমুদ্রে ফেলার খরচ কমবে। এইসব গুরুত্বের কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যে বৈঠকও করেছেন কর্তৃপক্ষ। বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন- প্রস্তাব খুব ভালো কিন্তু লক্ষ্য রাখতে হবে এখানকার মৎস্যজীবীদের কোনও ক্ষতি না হয়। কলকাতা বন্দরের চেয়ারম্যান এমটি কৃষ্ণবাবু বলেন- সরকারের সাহায্য পেলে নয়াচরে পরিবেশবান্ধব নানা শিল্প গড়ে তোলাও সম্ভব হবে। এখন শুধু সময়ের অপেক্ষা।   

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @