শঙ্খ ঘোষের কণ্ঠে পাঁচটি কবিতা

প্রয়াত কবি শঙ্খ ঘোষ। বাঙালি সংস্কৃতির ইন্দ্রপতন। ৮৯ বছরের জীবনে কবি লিখেছেন বহু কিছু। ‘দিনগুলি রাতগুলি’ কবিতার বই দিয়ে শুরু। তারপর একে একে ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’, ‘মূর্খ বড়ো, সামাজিক নয়’, ‘গান্ধর্ব কবিতাগুচ্ছ’, ‘ধূম লেগেছে হৃদকমলে’ এবং আরও অনেক। প্রবন্ধ, কবিতা, ছড়া বা অন্য কিছু, যেখানেই হাত দিয়েছেন সেখানেই তিনি শীর্ষে। বাঙালির সংকটের সময় রাজনৈতিক অবস্থান নিতেও দ্বিধা করেননি। বার বার মিছিলে হেঁটেছেন মানবতার প্রয়োজনে। কোনও রাজনৈতিক দলেরই কাছের মানুষ হয়ে উঠতে পারেননি কোনও দিন। সভাকবি নন তিনি। প্রকৃত মানুষের কবি।
রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, বাংলা কবিতা চর্চার যে কোন বিষয়েই শঙ্খবাবু ছিলেন অগাধ পাণ্ডিত্যের অধিকারী। যখনই তিনি কোথাও কোনও বিষয়ে বক্তব্য রেখেছেন, তা ছিল তীক্ষ্ণ এবং তুখড়। দেশ, দেশের মাটি এবং শিকড় – এই তিনটির প্রতি তাঁর অনুরাগ প্রবল ভাবে ব্যতিক্রমী। কবিতায় তাঁর বিচরণ, নির্মাণ পদ্ধতি কিংবা ভাঙাচোরা আজ গবেষণার বিষয়। ‘বাবরের প্রার্থনা’ কাব্যগ্রন্থের জন্য তিনি পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার। ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কারও লাভ করেছেন। এছাড়াও ভূষিত হন বেশ কিছু পুরস্কার ও সম্মাননায়। শঙ্খ ঘোষ নিজেই একটি প্রতিষ্ঠান। বাংলা সাহিত্যের এক অন্যতম ধ্রুবপদ।
বঙ্গদর্শনের কাছে রয়েছে কবির বেশ কিছু কবিতার অডিও। কবি নিজেই পড়েছেন তাঁর লেখা। নির্বাচিত পাঁচটি পাঠ এখানে প্রকাশিত হল। শুনুন লিংকে ক্লিক করে।