পূর্ব ভারতের প্রথম প্লাজমা ব্যাংক চালু হল কলকাতায়

দেশের বেশ কয়েকটি হাসপাতালে করোনা রোগীদের প্লাজমা থেরাপি দেওয়া শুরু হয়েছে। এরই মধ্যে যাত্রা শুরু করল পশ্চিমবঙ্গের প্রথম প্লাজমা ব্যাংক।
দিল্লির পর আমাদের রাজ্যেই চালু হল ভারতের দ্বিতীয় সরকারি প্লাজমা ব্যাংক। পূর্ব ভারতে এমন উদ্যোগ প্রথম। কলকাতা মেডিকেল কলেজে এই প্লাজমা ব্যাংক গঠিত হয়েছে। সোমবার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ডিজিটাল পদ্ধতিতে এটির উদ্বোধন করেন। তিনি ঘোষণা করেন, স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে প্রতি বছর ৬টি নতুন পদ সৃষ্টি করা হবে। বেলেঘাটা আইডি হাসপাতালের পরিকাঠামো আরও উন্নত করা হবে বলে জানান তিনি।
রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে শুরু করলে পশ্চিমবঙ্গ সরকার কলকাতা মেডিকেল কলেজকে পূর্ণ সময়ের তৃতীয় পর্যায়ের হাসপাতাল হিসেবে ঘোষণা করে। রাজ্যের সবচেয়ে বড়ো করোনা হাসপাতাল এটি। এবার সেখানেই রাজ্যের প্রথম প্লাজমা ব্যাংক চালু হল।