No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    আজ পথে নামছে গোলাপি বাহন 

    আজ পথে নামছে গোলাপি বাহন 

    Story image

    আজ মহানগরের বুকে পথ চলা শুরু করতে চলেছে পিংক ট্যাক্সি। শুধুমাত্র মহিলাদের জন্য মহিলাচালিত বাহন শহরে এই প্রথম। শুধু তাই নয়। এতদিন পর্যন্ত ব্যাঙ্গালোর ছাড়া ভারতের অন্য কোনো শহরে এই ধরনের কোনো ব্যবস্থা ছিল না। পিংক ট্যাক্সির ড্রাইভাররা দক্ষ চালক তো বটেই, তার পাশাপাশি তাঁরা সবাই প্রশিক্ষিত মেকানিকও। 

    মহিলা যাত্রীদের সুরক্ষার কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পরিবহন দপ্তরকে পিংক অ্যাপ চালু করতে নির্দেশ দিয়েছিলেন। পরিবহন দপ্তর পিংক ট্যাক্সি ড্রাইভারের জন্য বিজ্ঞাপন দেয় গতিধারা প্রকল্পের মাধ্যমে। বেশ কিছু আবেদন জমা পড়ে তারপর। লেক গার্ডেন্সের তারা সরদারের স্বামী মাদকাসক্ত এবং কর্মহীন। সংসার চালাতে তারাদেবী পিংক ট্যাক্সি ড্রাইভারের পেশাকেই উপযুক্ত মনে করেছেন। শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হওয়া এসনো তারা বিবি নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন পিংক ট্যাক্সিকে ঘিরে। এইভাবে ঘুরে দাঁড়ানোর আশায় বুক বাঁধছেন আরও অনেক মহিলা। গতিধারা প্রকল্পে তাঁদের ১ লাখ টাকা করে ভর্তুকি দিয়েছে পরিবহন দপ্তর।  

    এখন বাইরের জগতের কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ অনেক বাড়ছে। মহিলা যাত্রীরা একা ট্যাক্সি বা ক্যাবে উঠে নানাভাবে হেনস্থা হয়েছেন, এরকম খবর মাঝেমধ্যেই শোনা যায়। পিঙ্ক ট্যাক্সি পথে থাকলে এই ধরনের অপরাধ অনেকটাই নিয়ন্ত্রিত হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিভিন্ন শিফটে মহিলা কর্মীরা কাজ করছেন। এঁদের সুরক্ষা নিশ্চিত করতেই পিঙ্ক ট্যাক্সির ভাবনা। জানা গেছে, প্রবীণ পুরুষরা চড়ার সুযোগ পাবেন এই বাহনে, তবে এর বাইরে কেউ উঠতে পারবেন কিনা সেই সিদ্ধান্ত মহিলা চালক নিতে পারবেন। 
     

    Tags:

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @