লকডাউনে নিজের ঠাম্মাকে নতুনভাবে ‘আবিষ্কার’ করলেন আলোকচিত্রী অঙ্কিতা পাল

দুর্যোগের বাধ্যতামূলক লকডাউন অনেককিছু শিখিয়ে দিচ্ছে। ঘরের চার দেওয়ালের মধ্যে থাকা এতদিনকার ছোটো-ছোটো জিনিস, যা নজরে আসত না, তা-ই যেন নতুন করে আবিষ্কার করে নেওয়া যাচ্ছে, চওড়া হচ্ছে মনের রাস্তা। এই রাস্তাতেই তো এতদিন ছিলেন ঠাম্মা, বাবা-মা, আত্মীয়-স্বজন, বন্ধুরা। ছিল বাথরুমের মাকড়সা, দেওয়ালে টিকটিকি, জানলার উড়ন্ত পর্দা, জানলার ওপারে একটা পুকুর, তাতে ডুব দিচ্ছে বছর তেরোর এক কিশোর — আজ সবই নজরে আসছে। এই দেখার চোখ থেকেই কলকাতার তরুণ আলোকচিত্রী অঙ্কিতা পাল ফ্রেমবন্দি করেছেন তাঁর আদরের ঠাম্মাকে।
ঠাকুমা এবং দাদুর স্মৃতি নিয়েই অঙ্কিতা এই সিরিজটি শেষ করেছেন। বর্তমানে অঙ্কিতা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করছেন। পাশাপাশি চলছে ফটোগ্রাফি। মূলত স্ট্রিট ফটোগ্রাফি করতে ভালোবাসেন তিনি। ছবিমহলের আজ ৬৮তম পর্ব।
এক
দুই
তিন
চার
পাঁচ
ছয়
সাত
আলোকচিত্রী— অঙ্কিতা পাল