No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    যে ছবি কথা বলে, হাঁটে, হাসে, কাঁদে

    যে ছবি কথা বলে, হাঁটে, হাসে, কাঁদে

    Story image
    “জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি, বছরের পার,-/ তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার!” তর্পিণী ভুইঞা তাঁর ছবিতে খুঁজে নিতে চান এক প্রকাশ্য চলমানতা। যে ছবি কথা বলে, হাঁটে, হাসে, কাঁদে- তারা যেন ঈশ্বর স্বরূপ। তর্পিণী সেখানে নিজেকে বসান। ডাকনাম হিয়া। ছবি তুলছেন প্রায় চার-পাঁচ বছর। কলকাতার বিদ্যাসাগর কলেজে পড়াশোনার পর বর্তমানে ফটোগ্রাফি নিয়েই মেতে আছেন। তর্পিণীর ছবিতে রং খুব গুরুত্বপূর্ণ। এই রঙের নেশা থেকে উঠে আসতে পারে ছেলেবেলা, শহুরে ক্যানভাস কিংবা একা একা হাঁটা। ছবিমহলে আজ আলোকচিত্রী তর্পিণী ভুইঞা। আর পাঁচটা গ্যালারিতে যেভাবে ছবি দেখেন, মতামত জানান- এখানেও তাই। তর্পিণী/হিয়ার বাছাই করা পাঁচটি ছবি তোলা রইল এখানে। আসুন, ঘুরে দেখি...

     

    মুখপুস্তিকা আদুরে আবদার রঙের মুখ হারানো পুরোনো ক্ষয় একার রোদ

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @