No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    পাহাড়ি বাঁকে সারি সারি বাড়িদের মিছিল ও মানুষ শুভঙ্কর হালদারের ছবিতে 

    পাহাড়ি বাঁকে সারি সারি বাড়িদের মিছিল ও মানুষ শুভঙ্কর হালদারের ছবিতে 

    Story image

    শুভঙ্কর হালদার নেশা এবং পেশাকে সম্বল করেই ঘুরে বেড়ান সারা ভারত। পথে যেতে যেতে ক্রমশ চওড়া হয় তাঁর দেখার ফ্রেম। তুলে আনেন দৃশ্য-দৃশ্যাবলি। তারপর তাদের সাজিয়ে রাখেন যত্নে। আজকের ছবিমহলে রইল পাহাড় ঘেরা অদ্ভুত কিছু গ্রাম-শহরের ছবি। পাহাড়ে যেতে যেতে কখনও আপনারও চোখে পড়ে যেতে পারে এইসব পাহাড়ি বাঁক, সারি সারি বাড়িদের মিছিল কিংবা বরফ কাটা রাস্তা। আজ ছবিমহলের ৪৩তম পর্বে রইলেন তরুণ আলোকচিত্রী শুভঙ্কর হালদার। রইল তাঁরই তোলা বাছাই করা পাঁচটি ছবি। 


    ক 
    খ 
    গ 
    ঘ 
    ঙ 

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @