দুই দশকের অভিজ্ঞতা ও ‘ফটোগ্রাফির নকশা যুক্তি গল্প’ শুভময় মিত্রের বইতে

শহর, গ্রামগঞ্জ বা মফস্সল ঘুরলে দেখা যাবে এখন বাড়ি বাড়ি আলোকচিত্রীদের ভিড়। একটা ক্যামেরা থাকা মানেই তিনি ‘ফটোগ্রাফি’ করছেন, এমনটাই হয়তো ভাবেন তাঁরা। এই উপচে পড়া ভিড়ের মাঝে কি হারিয়ে যাচ্ছে ফটোগ্রাফির ইতিহাস? হয়তো ফ্রেমের সংজ্ঞা বদলে যাচ্ছে রোজনামচায়। দুনিয়া এগনোর সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে আলোকচিত্রীদের দেখার ফ্রেম। নেশা হয়ে উঠছে পেশা। তামাম দুনিয়ার এই পাল্টে যাওয়া নিয়েই আমাদের বেঁচে থাকা। ‘ফটোগ্রাফার’ নামক শব্দটির বহুল ব্যবহারে হয়তো হারিয়ে যেতে বসেছে ‘ক্যামেরাম্যান’রা। দেখে মনে হচ্ছে ছবিটা ভালোই হয়েছে, অনেকটা কবিতার মতো বা ছবি জুড়ে যাতায়াত করছে সুরের প্রবণতা। কিন্তু সেই ছবিকে পাত্তা দিচ্ছে খুব কম লোক। ইন্টারনেটের কল্যাণে এখন খুব অল্প সময়েই দেখে নেওয়া যেতে পারে বিশ্বের সেরা ফটোগ্রাফগুলি। সেইসঙ্গে বেড়ে উঠছে প্রত্যাশাপূরণ আর হতাশার গল্প।
মায়া আর্ট স্পেস থেকে সদ্য প্রকাশিত হয়েছে শুভময় মিত্রের ‘ফটোগ্রাফির নকশা যুক্তি গল্প’ বইটি। এই বইটি পাঠ করলে উপরের কথাগুলিই বারবার আপনাকে প্রশ্ন করবে। বইয়ে বলে দেওয়া আছে, আলোকচিত্র সম্পর্কে বিন্দুমাত্র আগ্রহ থাকলে এই বই আপনাকে হাজির করবে এক অদ্ভুত সমুদ্রের তীরে, যেখানে আলোর ঢেউয়ের নিচে থমকে আছে রহস্যময় নীল ছায়া। শুভময় মিত্র একজন পেশাদার আলোকচিত্রী। বাস কলকাতায়। নিজের ভালোলাগার নেশায় বুঁদ হয়ে ছবি তুলছেন দুই দশকেরও বেশি সময় ধরে। সেই অভিজ্ঞতার কনসেনট্রেট খুঁজে পাওয়া যাবে ‘ফটোগ্রাফির নকশা যুক্তি গল্প’ শীর্ষক এই বইতে। সেইসঙ্গে দেখে নেওয়া যাবে তাঁর এবং অন্যান্য শিল্পীদের তোলা অসংখ্য ফটোগ্রাফ। সেইসঙ্গে এই বইয়ে আছে সহজ ভাষায় লেখা আধুনিক আলোকচিত্রচর্চার যাবতীয় হালহকিকত। সমকালীন প্রয়োজন থেকে বিনোদন, মুশকিল আসান, টিপ্স। পেয়ে যাবেন প্রচুর ইন্টারনেট লিংক, যা পাঠককে আরও বড়ো করে দেখার ও জানার দুনিয়ায় পৌঁছে দেবে। পেপারব্যাক ৯৬ পাতার এই বইটির দাম মাত্র ৩০০ টাকা। মায়া আর্ট স্পেস থেকে যার প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছে ১৯ অগাস্ট, ২০১৯।
এই বইটি ভারতবর্ষের যেকোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে সংগ্রহ করা যাবে শুধুমাত্র ‘দ্য বেঙ্গল স্টোর’ থেকে। বইটি সংগ্রহ করার লিংক নিচে রইল।
ফটোগ্রাফির নকশা যুক্তি গল্প - শুভময় মিত্র | প্রকাশক : মায়া আর্ট স্পেস (ক্লিক করুন)