No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    ফটোগ্রাফির মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন রত্নদীপ রায়

    ফটোগ্রাফির মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন রত্নদীপ রায়

    Story image

    ছবি আঁকা থেকে একসময় হঠাৎই ফটোগ্রাফিতে চলে আসা। তারপর ফটোগ্রাফির মাধ্যমে একের পর এক নতুন নতুন গল্প বলা, আলো ছায়ার মধ্যে এই খেলাটা বড়ো উপাদেয় মনে হল রত্নদীপের। রত্নদীপ রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ক্লাস টুয়েলভে বাবার ৩৫এমএম ফিল্ম ক্যামেরায় টুকটাক ছবি তোলা থেকেই শুরু হয়েছিল তাঁর জার্নি। রত্নদীপ বলেন, “আমার ছবির মাধ্যমে মানুষ কতটা কি পায় জানি না, কিন্তু সমাজের কোনো ব্যক্তি বা বস্তুর আলাদা আলাদা গল্প আছে, আর তার ওপর সমাজেরও প্রভাব আছে। ছবির মাধ্যমে সেগুলো খোঁজার চেষ্টা করে যাচ্ছি।”

    সাধারণত যাঁরা স্ট্রিট, জার্নালিজম বা ডকুমেন্টারি ফটোগ্রাফি করেন, সবাই কমবেশি মানুষের দৈনন্দিন জীবনই বেশি তুলে ধরেন। শুধুমাত্র কলকাতাতেই বাস করেন ভিন্নরকম জীবনযাত্রার মানুষ। প্রত্যেকের আলাদা আলাদা গল্প আছে। সেই গল্পের মধ্যে আলাদা হয়ে যায় মুড আর ইমোশন। সেই অনুযায়ী ছবিতে ধরা পড়ে তার রং। রত্নদীপের উদ্দেশ্য নিজের ফটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছে যাওয়া। ছবির মধ্যে তাই গুরুত্ব পেয়ে যায় পরিবারতন্ত্র এবং মানুষের মধ্যে লুকিয়ে থাকা রাজনীতি। আজকের ছবিমহলের ৪৯তম পর্ব। আজকের পর্বে রইল রত্নদীপ রায়ের তোলা আটটি বাছাই করা ছবি।

















    *সর্বসত্ব সংরক্ষিত

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @