রাজর্ষি মজুমদারের ক্যামেরায় সিনেম্যাটিক ফ্রেম

ছবি তাঁর নেশায়। ভরাট করছে নতুন চোখের আহ্লাদ। নতুন চোখে পথ দেখা এভাবেই। আলোকচিত্রী ও কবি রাজর্ষি মজুমদার বর্তমানে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট অফ ইন্ডিয়ায় (পুনে) চলচ্চিত্র সম্পাদনা নিয়ে পড়াশোনা করছেন। রাজর্ষির ছবি তোলার নেশা দীর্ঘদিনের। তাঁর সঙ্গে কথা বললেই বোঝা যাবে, আলাদা একটা চোখ বা আলাদা ফ্রেম খুঁজে বার করার চেষ্টা করছেন। এই চেষ্টায় সঙ্গী করেছেন ভারতীয় প্রাচীন শহরের ঐতিহ্যগুলিকে। তারাই ওঁকে সন্ধান দেয় ফ্রেমের চোখ ঠিক কোথায় কোথায় আটকে থাকা উচিত। ক্যামেরা এবং মোবাইল দুই-ই তাঁর সঙ্গী। ক্যামেরাবন্দী করলেই কোথাও কোথাও নিজেকে খুঁজে পাওয়া যাবে ঠিক। নিজেকে এইভাবে নতুন করে চিনে নিতে চান শিল্পী। আজকের ছবিমহল বিভাগ জুড়ে রইল রাজর্ষি মজুমদারের সাতটি বাছাই করা ছবি। আসুন, গ্যালারি ঘুরে দেখি...
“যুক্তাক্ষর ছাড়া এই যুগ”
“এইসব সারেগামা পেরিয়ে”
“বিষণ্ণতা তুমি আজ আমাকে ঘিরো না”
“শান্তি চাই শান্তি চাই শান্তি নড়বড়ে”
“স্পর্শ শব্দটাকে আমরা ভালোবাসার জন্য সরিয়ে রেখেছি”
“যেখানে পায়ের ছাপ পড়ে দেখি সেখানেই রক্ত ফুটে ওঠে”
“এ-ওর শরীর নিয়ে গন্ধ শুঁকছি সন্ধেবেলা”
শব্দঋণ- ভাস্কর চক্রবর্তী
সর্বসত্ব সংরক্ষিত