No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    কলকাতার রামধনু মিছিলে হাঁটলেন কয়েক হাজার মানুষ, দেখুন কিছু বিশেষ মুহূর্তের ছবি

    কলকাতার রামধনু মিছিলে হাঁটলেন কয়েক হাজার মানুষ, দেখুন কিছু বিশেষ মুহূর্তের ছবি

    Story image

    দক্ষিণ এশিয়া এবং ভারতবর্ষের অন্যতম পুরোনো প্রাইড ওয়াক আয়োজিত হয় তিলোত্তমা কলকাতায়। ১৯৯৯ সালের ২ জুলাই প্রথমবারের জন্য কলকাতায় রেইনবো প্রাইড ওয়াক অনুষ্ঠিত হয়। নিজের সেক্সুয়ালিটির বাইরে গিয়ে বন্ধুত্ব এবং একে অপরের পাশে থাকার বার্তা নিয়ে এই প্রাইড ওয়াক আয়োজন করে কলকাতা রেইনবো প্রাইড ফেস্টিভ্যাল (কেআরপিএফ)। লিঙ্গসাম্যের সমস্ত রাজনৈতিক বিবৃতি নিয়ে এই হাঁটাপথে সামিল হন এলজিবিটিকিউ সম্প্রদায়ের মানুষজন। লিঙ্গ, যৌনতা এবং ধর্মের সমতা বা সম্প্রীতি রক্ষা করার জন্য কয়েকহাজার মানুষ এখানে অংশগ্রহণ করেন। উঠে আসে নারী অধিকার, দলিতদের অধিকার, প্রতিবন্ধী বা বিশেষভাবে সক্ষমদের অধিকারের কথাও। 

    ২০ বছর ধরে চলে আসা এই ঐতিহ্যবাহী প্রাইড ওয়াকের বেশ কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করেছেন আলোকচিত্রীরা। শুভজিৎ নস্কর, শুভম সিনহা এবং কৌশিক চ্যাটার্জীর দুটি করে ছবি আজকের ছবিমহলে। রামধনু রঙে মেশানো এই ফ্রেমগুলি হয়ে উঠুক স্বাধীন মত প্রকাশের মতো। হয়ে উঠুক আগামিদিনের সবচেয়ে উজ্জ্বল প্রতিবাদ। 

    শুভম সিনহার ফটোগ্রাফি



     

    শুভজিৎ নস্করের ফটোগ্রাফি



     

    কৌশিক চ্যাটার্জীর ফটোগ্রাফি




    *সর্বসত্ব সংরক্ষিত*

     

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @