পদ্মাপারের সাদা-কালো ছবি রাসেল রণির ক্যামেরায়

একটি ছবি জীবনকে দেখায়। জীবন নামের কোনো এক নদীর ধারে বসাকালীন, যে বাতাস গায়ে এসে লাগে, তাই-ই ছবির মতো সুর তোলে। সুর তোলে নেশারুর চোখে। চোখ ভর্তি তখন ফ্রেম আর ফ্রেম। একটি আস্ত চলচ্চিত্র দৃশ্যান্তরের পথে রওনা হয় তখন। হাতে থাকে ক্যামেরা, দু-চোখে ফ্রেম। নাগালে মানুষজন, নদী-নালা আর এক আকাশ পৃথিবী। আলোকচিত্রী রাসেল রণি জানেন, সূর্যোদয় আর সূর্যাস্তের মধ্যে লম্বা একটা স্পেস। ফ্রেম হোক বা প্রেম, গল্পের বইয়ে ঝরে পড়ে অজস্র শিশিরবিন্দু, পার হয় ভৌগোলিক কাঁটাতার। ছবিমহলে আবার বাংলাদেশের রাসেল রণি। কুষ্টিয়ার পাশ দিয়ে তিরতির শব্দে বয়ে চলেছে পদ্মার শাখানদী গড়াই। নদীর পার ধরে যেতে যেতে চোখে পড়বে অসংখ্য মানুষের ঘর-বাড়ি। বেশ কয়েকবছর ধরে এই নদীকে ঘিরে ছবি তুলছেন রাসেল। সেখান থেকেই বাছাই করা কয়েকটি ছবি আজকের গ্যালারিতে।
ক
খ
গ
ঘ
ঙ