No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    ইব্রাহিম নিশানের ছবির ফ্রেমে একটুকরো সবুজ রং

    ইব্রাহিম নিশানের ছবির ফ্রেমে একটুকরো সবুজ রং

    Story image

    মোহম্মদ ইব্রাহিম নিশান থাকেন বাংলাদেশের চিটাগং-এর মীরসরাই উপজেলায়। স্ট্রিট ফটোগ্রাফির মধ্যে তুলে আনেন চিরাচরিত কিছু গ্রাম্য মানুষের গল্প এবং তাঁদের জীবনচর্যা। কিছু অভিজ্ঞ আলোকচিত্রীরাই নিশানের অনুপ্রেরণা। বাংলাদেশ শস্য-শ্যামলা এবং সবুজ দেশ। তাঁর ছবি দেখলেই বোঝা যাবে এই ‘সবুজ’ রং কীভাবে নিশানের ছবিতে ঘুরেফিরে চলে আসে। বাংলাদেশের মানুষদের যে জীবনযাত্রা এবং তাঁদের যে ধারাবাহিকতার ইতিহাস তা বারবার উঠে এসেছে ইব্রাহিম নিশানের ছবিতে। এর আগেও বঙ্গদর্শন ছবিমহল বাংলাদেশি আলোকচিত্রীদের ছবিতে সেজে উঠেছে। ইমরান হোসাইন, এমদাদ হোসাইন এবং রাসেল রণি-র মতো কিছু তরুণ আলোকচিত্রীদের বর্ণময় ছবিতে সেজে উঠেছে আমাদের গ্যালারি। আজ গ্যালারি ঘুরুন চিরসবুজ বাংলাদেশের কিছু অনবদ্য ফ্রেমে। আমাদের বাছাই করা পাঁচটি ছবিতে সেজে উঠল আজকের ছবিমহল।

    আজকে তোমার ভিতর-বাইরে বিষম যুদ্ধ পুবের হাওয়া

    সবার বয়স হয় আমার বালক-বয়স বাড়ে না কেন

    অর্ধেক কপাল জুড়ে রোদ পড়ে আছে শুধু ঝড় থমকে আছে গাছের মাথায় নদীর দু–প্রান্তের মূল
    একপ্রান্তে জনপদ, অন্যপ্রান্ত জনশূণ্য
    দুদিকেই কূল, দুদিকেই এপার-ওপার, আসা-যাওয়া, টানাপোরেন –
    দুটো জন্মই লাগে

    কথাঋণ- শক্তি চট্টোপাধ্যায় 

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @