নেশা হোক বা পেশা, শুধু ছবির জন্য হাঁটা জয়দীপের

ছবি তাঁর নেশায়। ভরাট করছে নতুন চোখের আহ্লাদ। নতুন চোখে পথ দেখা এভাবেই। পশ্চিমবঙ্গের ক্যানিংবাসী আলোকচিত্রী জয়দীপ চৌধুরী। নিজের নেশা হোক বা পেশা, ঘর থেকে বাইরে বেরিয়ে পড়েন ক্যামেরা হাতে। একটা আলাদা চোখ বা একটা আলাদা ফ্রেম খুঁজে বার করার চেষ্টা করেন সেখানে। এক একটা আলাদা আলাদা অঞ্চলের মানুষ, তাদের ঘরবাড়ি, জীবনযাপন সবটাই আলাদা। তারাই জয়দীপকে সন্ধান দেয় ফ্রেমের চোখ ঠিক কোথায় গিয়ে আটকে থাকা উচিত। সারা দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এরকম অজস্র উপাদান, যা ক্যামেরাবন্দী করলেই কোথাও কোথাও নিজেকে খুঁজে পাওয়া যাবে ঠিক। নিজেকে এইভাবে নতুন করে চিনে নিতে চান শিল্পী। আজকের ছবিমহল জুড়ে রইল আলোকচিত্রী জয়দীপ চৌধুরীর বাছাই করা সাতটি ছবি। আসুন, গ্যালারি ঘুরে দেখি...
আসন গ্রহণ করো, প্রেম হবে প্রেম হবে, হরিনাম খাবলা খাবলা
হবে বলে নদীয়াসমাজে গাছগুলো এত বড় হয়েছে যে মাটিতে আলো আসতে দিচ্ছে না
আজকে আমি বাড়ি ফিরেও স্নান করিনি স্পর্শটুকু রাখব বলে
রাঙা আলোয়
দাঁড়িয়ে আছে সে-ছন্দ, সে-কীর্তিনাশা এক বিকেলে দু;খ আসে, এক বিকেলে আলো
পাগলী, তোমার সঙ্গে ধুলোঝড় জীবন কাটাব
এখন থেকে তাকে পড়তে শুরু করবে পাখিরা। শুনে-শুনে মুখস্থ হয়ে যাবে গাছেদেরও।
কথাঋণ- জয় গোস্বামী