ফটোগ্রাফির জন্য চাকরি ছেড়েছেন জিৎ, এই লড়াই ‘নেশা’কে ‘পেশা’ হিসাবে বেছে নেওয়ার

“পেশা তো সেটাই, যেটা আমার নেশা” – কথা প্রসঙ্গে বলছিলেন তরুণ আলোকচিত্রী জিৎ চট্টোপাধ্যায়। জিৎ মনে করেন, তাঁর ছবি যেন মানুষের জন্য, সমাজের জন্য কথা বলে। ফটোগ্রাফিকে একটা মাধ্যম হিসাবে ব্যবহার করতে চান, যাতে প্রচুর মানুষ উপকৃত হন, ছবির মাধ্যমে যাতে মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারে। আড্ডার মাঝে জিৎ বলছেন, “যদি ভীষণ চিন্তা করেও বলতে যাই প্রথম কবে ফটোগ্রাফি করেছি বা কবে প্রথম হাতে ক্যামেরা তুলেছি, সেটা বলতে পারব না। কারণ বাবার কাছে শুনেছি, আমি ছোটোবেলা থেকেই ক্যামেরা দেখলে পাগল হয়ে যেতাম (বাবা ভীষণ ভালো ফটো তোলে)। আর বাবা একপ্রকার বাধ্য হয়েই ক্যামেরা লুকিয়ে রাখতেন আমার থেকে।”
ফটোগ্রাফির জন্য পরবর্তীকালে চাকরি ছেড়ে বেরিয়ে এসেছেন জিৎ। ভালোবাসেন হিউম্যান ইন্টারেস্ট নিয়ে কাজ করতে। শুধুমাত্র মানুষের ছবি তোলাই নয়, তাঁদের সঙ্গে নিয়মিত কথা বলা, তাঁদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করেন নিয়মিত। বারুইপুরের ছেলে জিৎ-এর বাছাই করা কয়েকটি কাজ আজ ছবিমহলের ৫৮তম পর্বে।
ক
খ
গ
ঘ
ঙ
চ
আলোকচিত্রী – জিৎ চট্টোপাধ্যায়